|
---|
নতুন গতি, প্রতিবেদন: প্রতিবেশি বিহার, উত্তরাখণ্ড এবং রাজস্থানের মতো এরাজ্যেও ইতিমধ্যেই তামাকযুক্ত পান মশলা নিষিদ্ধ করেছে। ৭ নভেম্বর থেকে গুটখা ও পান মশালার উৎপাদন ও বিক্রয় নিষিদ্ধ করেছে পশ্চিমবঙ্গ সরকার। কাজেই দোকানে গিয়ে গুটকা চাইলে হয়ত খালি হাতে ফিরতে হতে পারে। এর পাশাপাশি রাস্তায় রাস্তায় গুটকা আর পান মশলার প্যাকেটের দেখা কমবে খুব শিগগিরই।সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক এ ব্যাপারে এক বিজ্ঞপ্তি জারি করেছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গুটখা ও পান মশলার উৎপাদন, সংগ্রহ, বিতরণ, পরিবহন, প্রদর্শন এবং বিক্রয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে পুরোপুরিভাবেই নিষিদ্ধ করা হবে।
তথ্য সংগ্রহ