রায়দিঘী থানার পক্ষ থেকে বাড়ি ভাঙ্গা বামাচরণ বিদ্যাপীঠে অনুষ্ঠিত হলো স্বয়ংসিদ্ধা অনুষ্ঠান

রায়দিঘী:নুরউদ্দিন:দক্ষিণ 24 পরগনা রায়দিঘী থানার অন্তর্গত মথুরাপুর দু’নম্বর ব্লকের বামাচরণ বিদ্যাপীঠে অনুষ্ঠিত হলো স্বয়ংসিদ্ধা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দিরবাজার ডিএসপি সাহেব ও বামাচরণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক, রায়দিঘী থানার আই সি আমিও কুমার ঘোষ মহাশয় সহ রায়দিঘী থানার এসআই শান্তনু বাবু, সুদীপ বাবু, আমিত বাবু,অনুপ বাবু,ও রায়দিঘী থানার অধিকারীকরা ও সিভিক ভলেন্টিয়ার সহ মথুরাপুর ২ নম্বর ব্লকের ব্লক আধিকারিক এবং স্কুলের ছাত্র-ছাত্রীরা। আজ এই অনুষ্ঠানের মূল অঙ্গ ছিল স্বয়ংসিদ্ধা। রায়দিঘী থানার আই সি আমিও কুমার ঘোষ মহাশয় বললেন ১৮ বছর মেয়েদের এবং ছেলেদের ২১ বছর না হলে কোন বিবাহ হইবে না। এছাড়া শিশু ও নারী পাচার একটি সামাজিক অপরাধ। এই সম্বন্ধে সচেতনামূলক অনুষ্ঠানে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের কে বুঝিয়ে বললেন। আরো বললেন কম বয়সে বিবাহ করলে তা সম্পূর্ণ অপরাধমূলক উভয়কে হোমে পাঠানো হইবে। যতক্ষণ না পর্যন্ত তাদের বয়স ম্যাচুরিটি হচ্ছে ততক্ষণ পর্যন্ত হোমে থাকতে হইবে। এই সমস্ত চিন্তা ভাবনা করে এগিয়ে চলতে হবে সমস্ত ছাত্র-ছাত্রীদের কে। এই অনুষ্ঠানে সমস্ত ছাত্র ছাত্রীরা মনোযোগ সহকারে গ্রহণ করলো। শুধু পড়াশোনার মাধ্যমে নয় গ্রামে পড়াশোনা করছে না অথচ কম বয়সে বিবাহ হচ্ছে তাদেরকে চিহ্নিত করা। এটা হবে সমাজের কাছে এক বলিষ্ঠ পদক্ষেপ।

    সমস্ত ছাত্র-ছাত্রীরা আজ সচেতন হয়ে নিজেদেরকে শিক্ষামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে খুবই আনন্দ বর্জন করলো এবং গ্রামে স্বয়ংসিদ্ধা সম্বন্ধে মানুষের কাছে সচেতন বার্তা পৌঁছে দেবেন।

    এই স্বয়ংসিদ্ধা সম্বন্ধে মথুরাপুর ব্লকের ব্লক আধিকারিক নাজির হোসেন বললেন রায়দিঘী থানার এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণী ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রোগ্রাম হল। আরো বললেন আইন কানুন থাকা সত্ত্বেও এবং বিভিন্ন কারণে বাল্যবিবাহ হচ্ছে। যাতেই ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা আমরা তৈরি করতে পারি, সে কারণে রায়দিঘী থানার পক্ষ থেকে আমাদের এই প্রোগ্রাম, আরো বললেন ১৮ বছর বয়স এবং ছেলেদের ২১ বছর বয়স হলে বিয়েটা বৈধ হবে।

     

     

     

    রায়দিঘী থেকে নুরউদ্দিনের রিপোর্ট।