|
---|
সেখ সামসুদ্দিনঃ মেমারি শহরকে স্যানিটারাইজ করা হল অগ্নি নির্বাপক দপ্তরের সহযোগিতায়। মেমারির বিধায়িকা নার্গিস বেগমের উদ্যোগে হাটপুকুর স্কুলের সামনে থেকে শুরু করে কৃষ্ণবাজার, চকদিঘি মোড়, চকদিঘি রোড হয়ে মেমারি থানা চত্বরে স্যানিটাইজ করার পর বামুনপাড়া মোড়, হসপিটালের সামনে মার্কেট স্যানিটাইজ করা হয়। অগ্নি দপ্তরের কর্মীদের সাথে হাত লাগান বিধািয়কা নিজেও।
মেমারি বিধানসভা এলাকায় সংক্রমণের কোনো খবর না থাকলেও সতর্কতা হিসাবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এই স্যানিটাইজেশনের কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান বিধায়িকা নার্গিস বেগম ও মেমারি ফায়ার অফিসার সুব্রত ভট্টাচার্য। এই কর্মসূচি ধারাবাহিক চলতে থাকবে। ইতিমধ্যে মেমারি হাসপাতাল, বিডিও অফিস, মেমারি থানা, বাগিলা অঞ্চল স্যানিটাইজ করা হয়েছে। ১৫ এপ্রিল মেমারি সবজি বাজার থেকে শুরু করে রসুলপুর বাজার পর্যন্ত স্যানিটাইজ করা হবে বলে জানান ফায়ার অফিসার ও বিধায়িকা।