|
---|
নতুন গতি: পুলিশ কখনও কড়া হাতে আইন-শৃঙ্খলা সামলাচ্ছে। আবার কখনও মানবিক হতে দেখা যাচ্ছে। লকডাউন ভঙ্গকারীদের কখনও আটক করা হচ্ছে, কখনও গ্রেপ্তার করা হচ্ছে এবং লকডাউন ভাঙা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর হচ্ছে কালিয়াচকের পুলিশ। আবার লকডাউনের আবহে হতদরিদ্র ও গরিব মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন তারা। সবমিলিয়ে ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’ এই সূত্র ধরে লকডাউন মোকাবিলায় নেমেছে পুলিশ।
কালিয়াচক থানা এলাকায় বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বাজারে ভিড়, অকারণে ঘোরাঘুরি এবং নিয়মবহির্ভূতভাবে দোকানপাট খোলা রাখার অভিযোগ ওঠছিল। যদিও মানুষ ক্রমশ দেরিতে হলেও সচেতন হচ্ছেন। লকডাউন ভঙ্গ করার অভিযোগে রবিবার দিনভর কালিয়াচক থানার পুলিশ ৬০ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে পিকআপ ভ্যান করে ১৩ জনের একটি দলকে আটক করা হয়েছে । অকারণে বাইক নিয়ে ঘোরাঘুরির অভিযোগে ১৭টি মোটর বাইক-সহ ৩৫ জনকে গ্রপ্তার করা হয়েছে। এদিন কালিয়াচকে বিশেষ অভিযান চালায় পুলিশ। পুলিশ জানিয়েছে, । মানুষের স্বার্থে লকডাউন মানতে হবে। না মানলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা।
কালিয়াচক থানার আইসি আশিস দাস বলেন, “করোনা রুখতে লকডাউন মেনে চলতে হবে। কালিয়াচকে বাজার এবং মোড়ে জমায়েত ও একসাথে আড্ডা এলাকায় বিশেষ অভিযান শুরু করে পুলিশ । এবং লকডাউন ভঙ্গের দায়ে পুলিশ মোট ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, ” রয়েছে বাইক, আরোহী, দোকানদার এবং একটি পিকআপ ভ্যান সহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ও টোটো বাইক- অন্যান্য যান আটক করা হয়েছে। পুলিশ প্রশাসন লকডাউনে কড়া মনোভাব গ্রহণ করেছে। পাশাপাশি মানবিক ভূমিকা নিয়ে গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছে কালিয়াচক থানার পুলিশ। গরিব মানুষের হাতে চাল, ডাল, আলু, তেল-সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে এবং ইতিমধ্যে কিছু দুঃস্থ মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে ও কয়েকশো জনকে বেবি ফুড ও দুধ দেওয়া হয়েছে।