লক ডাউন এর মাঝেই বেহাল রাস্তা সারাই সমাজসেবীর

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়ার : ইন্দাস রেল লাইনের উপর দিয়ে জেলা পরিষদের একটি রাস্তা পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের দাশপুকুর গ্রামের রাস্তায় মিশেছে।দুই জেলা সংযোগকারী এই রাস্তাটি রোল চৌধুরী মুহাম্মাদ তৈয়ব ইনস্টিটিউশন পাশ দিয়ে রোল কাজী ও পূর্ব পাড়া দিয়ে বিস্তৃত।রাস্তা সংলগ্ন কাজী পাড়ার বাসিন্দা খন্দকার নজরুল হক্ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী। তাঁকে দেখা গেল, ঐ খানা খন্দে ভরা রাস্তার গর্তগুলিকে ভাঙা ইট কুঁচো ও প্লাস্টার চটা দিয়ে বোজাতে।দেশজুড়ে করোনার জেরে লক ডাউন চলছে,সেই অবস্থাতেই পথচারীহীন শুনশান রাস্তায় আপন মনে রাস্তা সারাই এর কাজ করে চলেছেন।তাঁর বাড়ির সামনে সহ প্রায় ৩ শত ফুট রাস্তার ডোবা বোজাতে চলেছেন।

    এই বিষয়ে জানতে চাইলে জানান যে, তাঁর বাড়ির পরিত্যক্ত এই ইট কুঁচো দিয়ে রাস্তার গর্তগুলিকে বুজিয়ে দিচ্ছেন,এতে পথচারীরাই নয়,তিনিও উপকৃত হবেন। আর এখন তো রাস্তা ফাঁকা তাই সরকারের নির্দেশের প্রতি খেয়াল রেখেই তিনি এই ছোট্ট সেবার কাজ করে নিজেকে ধন্য মনে করেন।উল্লেখ্য যে দীর্ঘ সময় ধরে রাস্তাটি উপেক্ষা ও বঞ্চনার শিকার।এলাকাবাসীদের দীর্ঘ দিনের দাবী পীচ রাস্তার।যা আজও অবহেলিত।