মালদা জেলা হাসপাতালে ৬০০ রোগীর আত্মীয়দের রান্না করে খাওয়াচ্ছেন মালদা জেলার ‘নতুন আলো’ স্বেচ্ছাসেবী সংস্থা সঙ্গে ‘বিদ্রোহী ক্লাব’

মালদা জেলা হাসপাতালে ৬০০ রোগীর আত্মীয়দের রান্না করে খাওয়াচ্ছেন মালদা জেলার ‘নতুন আলো’ স্বেচ্ছাসেবী সংস্থা সঙ্গে ‘বিদ্রোহী ক্লাব’

    নিজস্ব প্রতিবেদক : লকডাউন শুরু হয়েছে রাজ্য তথা পুরো ভারত জুড়ে আর এই লকডাউনের মাঝে আটকেপরেছেন গিয়েছে বহু রুগির পরিবার। মালদা জেলার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল যা এখন ‘করোনা’ চিকিৎসার জন্য বেছে নেওয়া হয়েছে সেই মেডিকেল কলেজ ও হাসপাতালে রাজ্যের ৪টি জেলা সহ অন্য রাজ্য থেকেও রুগি আসে চিকিৎসা করাতে। কিন্তু লকডাউনের মাঝে তাদের খাবারের যোগান কেউ দিতে পারছেন না। কেউ কেউ ২-৩ দিনের যা শুকনো খাবার নিয়ে এসেছিল তা প্রায় শেষের দিকেই। তাই ১১দিন থেকে প্রত্যেকদিন রাত্রে প্রায় ৬০০ রুগির আত্মীয় কে রান্না করে খাওয়াচ্ছে মালদা জেলার ‘নতুন আলো’ বলে এক স্বেচ্ছাসেবী সংস্থা। আর তাদেরই সহযোগিতা করছে মালদা জেলার আর এক অন্যতম ক্লাব ‘বিদ্রোহী ক্লাব’।

    তাঁরা রান্না করে প্রত্যেক দিন রাত্রি ৮টার মধ্যে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্তরে সুস্বাদু খাবার নিয়ে আসে। প্রত্যেক রুগির পরিবার কে রুগিদের ওয়ার্ডে গিয়ে ডেকে তারা খাবার পরিবেশন করেন। এই কর্মকান্ডে খুশি রুগির পরিবার সহ মালদা মেডিকেল কলেজের সুপার অমিত দাঁ।নতুন আলোর কাজ দেখে মালদা জেলার বিভিন্ন সংস্থা দুপুরের আহারের ও যোগান দিচ্ছে এখন।

    নতুন আলোর তরফে রাহুল আলি বলেন যে, “আমরা যখন জানতে পারি এই লকডাউনে বহু রুগির পরিবার কেউ মুড়ি খেয়ে তো কেউবা বিস্কিট খেয়ে দিন কাটাচ্ছে তখনই আমরা ঠিক করি লকডাউন চলা পর্যন্ত এই কাজ আমাদের চলবে আমরা কাউকে অভুক্ত থাকতে দিবো না।” এরই পাশাপাশি নতুন আলো পথপশুদের ও খাওয়াতে শুরু করেছে। যা সত্যি মালদা জেলার এক অনন্য নজীর গড়েছে এই স্বেচ্ছাসেবী সংস্থাটি।