‘দ্য ডোমকল কলিং’ ও ‘খ’ পত্রিকা প্রকাশিত হল ডোমকলে

‘দ্য ডোমকল কলিং’ ও ‘খ’ পত্রিকা প্রকাশিত হল ডোমকলে

    নিঃস্ব সংবাদদাতা, ডোমকল: ডোমকল এসডিও মোড়ে সিলিসফট কম্পিউটার সেন্টারে একঝাঁক কবি সাহিত্যিকদের সমন্বয়ে অনুৃষ্ঠিত হয়ে গেল পত্রিকা প্রকাশ, বই প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, কবি ও গল্পকার এম নাজিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও আবার এসেছি ফিরে পত্রিকার সম্পাদক এবাদুল হক, গল্পকার ও ঔপন্যাসিক সামশুল আলম, গল্পকার ও প্রাবন্ধিক এম সদর আলী।
    রীতম বিশ্বাসের উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রথমেই প্রকাশিত হয় ‘দ্য ডোমকল কলিং’ নামক সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা। স্বাগত ভাষণে পত্রিকার সম্পাদক এম এ ওহাব বলেন, এই পত্রিকা নতুনদের সাহিত্য মঞ্চ। ধারাবাহিক সাহিত্য আড্ডা অব্যাহত রাখার জন্যে এই পত্রিকার আত্মপ্রকাশ। চর্চা জারি রাখার এ এক নবতম সংযোজন। নির্বাহী সম্পাদক ইসা আনসারী তাঁর আলোচনায় পত্রিকা প্রকাশের উদ্দেশ্য ব্যক্ত করেন। প্রকাশক কালাম শেখ সাহিত্য চর্চার নতুন প্ল্যাটফর্ম বলে অবহিত করেন।
    এরপর প্রকাশিত হয় রীতম বিশ্বাস সম্পাদিত কবিতা বিষয়ক পত্রিকা ‘খ’। স্বাগত ভাষণে তিনি তাঁর পত্রিকা প্রকাশের উদ্দেশ্য ব্যক্ত করেন। ‘খ’ পত্রিকার সভাপতি তানবির কাজি কবিতা পত্রিকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
    এছাড়াও প্রকাশিত হয় এম এ ওহাব সম্পাদিত কবিতা সংকলন সাতটি আলোর ছায়া। যেখানে এবাদুল হক,এস হজরত আলী, শুকদেব পাল, মাজরুল ইসলাম,এম এ ওহাব,দিলরুবা খাতুন ও চিত্রা দত্তের কবিতা রয়েছে।
    অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে সামশুল আলম,এবাদুল হক,এম সদর আলী পত্রিকার দীর্ঘায়ু কামনা করেন। এছাড়াও সোহরাব হোসেন, রেজাউল করিম,ইলবাস আলী প্রমুখ কবিতা পাঠ ও আবৃত্তি করেন। সব শেষে সভাপতি এম নাজিম তাঁর মূল্যাবান আলোচনার মধ্য দিয়ে আশার কথা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, গল্পকার রাশিদুল বিশ্বাস।