|
---|
বাবু হক, নতুন গতি : হাওড়া জেলার জয়পুর ফকির দাস ইন্সটিটিউসানের মাঠে, ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতে ক্রীড়া কমিটির ব্যবস্থাপনায় অবর বিদ্যালয় পরিদর্শক আমতা পশ্চিম চক্রর আয়োজনে, নওপাড়া , গাজীপুর,থলিয়া,বি কে বাটি,ঝিখিরা,অমরাগড়ি, জয়পুর, ঝামটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী ছাত্র ও ছাত্রী দের নিয়ে ২৮ টি ইভেন্টে র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মার্চ পাষ্ট, জাতীয়, অঞ্চল,চক্র পতাকা উত্তোলন,নিরাবতা পালন, মোমবাতি প্রজ্বলন, শান্তি সংহতি সম্প্রতি ঐক্য প্রতিভা বিকাশের লক্ষ্যে পায়রা কবুতর ওড়ান ,শপথ বাক্য পাঠ, প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন উল্লেখ্য। অনুষ্ঠানে পর্যায়ক্রমে ছাত্র ও ছাত্রী দের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন আমতা পশ্চিম চক্রর অবর বিদ্যালয় পরিদর্শক সংযুক্তা মণ্ডল, হাওড়া জেলা পরিষদের কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ রমেশ চন্দ্র পাল,স্হানীয় হাওড়া জেলা পরিষদের সদস্য প্রশান্ত মণ্ডল, ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান ববিতা মেটে ও উওম ধাড়া সহ আরো অনেকে। এই ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে শিক্ষক শিক্ষিকা ক্রীড়া প্রেমী অভিভাবক অভিভাবিকা ও দর্শকদের ভূমিকা ছিল লক্ষণীয়।সফল প্রথম প্রতিযোগিরা মহকুমা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে বলে জানা গেছে।