১০০ দিনের কাজের মজুরি প্রদান সহ অন্যান্য দাবিতে ডেপুটেশন, বাঁকুড়ায়

নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়া:- ১৪ জুলাই সি,পি,আই, ( এম-এল) লিবারেশন এবং পশ্চিম বঙ্গ খেতমজুর সমিতি যৌথ ভাবে বাঁকুড়া ১ নং ব্লকের বি,ডি,ও কে প্রায় শতাধিক জবকার্ড ধারি ক্ষেতমজুর তাদের প্রাপ্য মজুরি আদায় সহ অন্যান্য দাবি নিয়ে মিছিল সহকারে গণডেপুটেশন প্রদান করা হয় বাঁকুড়া ১ নম্বর বিডিও অফিসে।ডেপুটেশন প্রদানকারীদের দাবি গত তিন- চার মাস পূর্বে MGNREGS প্রকল্পে কাজ করে এখন পর্যন্ত মজুরি পায় নি। অথচ এই বকেয়া মজুরি নিয়ে তৃনমূল- বিজেপির মধ্যে রাজ্য-কেন্দ্র রাজনৈতিক তরজায় নেমেছে। ফলে বকেয়া মজুরি না পেয়ে অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়ছে দৈনন্দিন।এদিন মিছিল থেকে আওয়াজ তোলা হয় যে,কেন্দ্র- রাজ্য বুঝি না,কাজ করেছি মজুরি দাও। শুধু মজুরি বকেয়া নয় আচুড়ী অঞ্চলের দেবিপুর মৌজায় ২৫ টি ভুমিহীন তফশিল জাতির (বাউরি সম্প্রদায়) পরিবার দীর্ঘদিন ধরে বংশানুক্রমিক ভাবে বনের জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছে, অথচ বনদপ্তর হটাৎ উচ্ছেদের নোটিশ দিয়ে পরিবারগুলোকে জমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে। তাছাড়া ও বলেন অবিলম্বে পুয়াবাগান থেকে দুবরাজী যাওয়ার রাস্তা সংস্কার করতে হবে। এই রাস্তা টি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে গেছে । অথচ এই রাস্তা টি বাঁকুড়া শহরের সাথে অনেক গুলো গ্রাম যোগসূত্রের রাস্তা।ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতির পক্ষে সোমনাথ বাস্কে, CPIML লিবারেশন এর স্থানীয় নেতা দীনবন্ধু মাল সহ অন্যান্য নেতৃত্ব।

    ডেপুটেশন শেষে CPIML লিবারেশন এর বাঁকুড়া জেলা সম্পাদক বাবলু ব্যানার্জি বলেন আগামী ১৪ দিনের মধ্যে ক্ষেতমজুররা বকেয়া মজুরি না পেলে ব্লকের সমস্ত জবকার্ডধারিদের নিয়ে পুয়াবাগান মোড়ে বাঁকুড়া- খাতড়া মেন রোড সারা দিন ধরে অবরোধ করে রাখা হবে ।