|
---|
নিজস্ব সংবাদদাতা, ঢোলাহাট: বান্ধবীর বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করল এক নাবালিকা ছাত্রী। ঘটনাটি ঘটেছে ঢোলাহাটের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের বৈকুন্ঠপুরে। ঘটনায় অভিযুক্ত ইউনুস মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে এদিন নির্যাতিতার মেডিক্যাল করানো হয়েছে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢোলা হাটের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের মৃনাল নগরের বাসিন্দা বছর এগারোর ছাত্রী ঢোলা এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করে। ওই মাদ্রাসায় পড়াশোনার সূত্রে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে এক ছাত্রীর সঙ্গে। সেই বান্ধবীর বাড়ি বৈকুন্ঠপুরে। গত ১১ তারিখ বান্ধবীর বাড়িতে যায় ওই ছাত্রী। দু’দিন বান্ধবীর বাড়িতে ছিল ওই ছাত্রী। ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, গত ১৩ তারিখ রাতে বান্ধবীর বাবা বছর পঞ্চান্নর ইউনুস মোল্লা ছাত্রীকে জোর করে ধর্ষণ করে। ভোরবেলা উঠে ছাত্রীর এক আত্মীয়ের বাড়িতে চলে যায়। পরিবারের লোকজনকে ঘটনার কথা খুলে বলে স্থানীয় মৃণালনগরের ওই ছাত্রী। সোমবার সন্ধেয় ঢোলাহাট থানায় নির্যাতিতার বাবা লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় অভিযুক্ত ইউনূস।