স্বাধীনতা দিবস উপলক্ষে কালিয়াচক টাউন লাইব্রেরীতে অসহায় মানুষদের বস্ত্র বিতরণ

 

    নতুন গতি,কালিয়াচক: সারা ভারতজুড়ে সাড়ম্বরে পালিত হয়ে গেল 74 তম স্বাধীনতা দিবস। তার সাথে সাথেই পশ্চিমবঙ্গ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের মালদা জেলা শাখা কমিটির উদ্যোগে আজ কালিয়াচক টাউন লাইব্রেরীতে স্বাধীনতা দিবস উপলক্ষে দরিদ্র অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করে এই দিবস পালিত করা হয়। একদিকে করোনা মহামারী, তাই সামাজিক দূরত্ব ও মাক্স ব্যবহার করে এই প্রোগ্রাম তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করলেন। এদিনের এই অনুষ্ঠানে প্রায় 100 জন দুস্থ পরিবারের মাঝে মহিলদের শাড়ি ও পুরুষদের লুঙ্গি বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিলুর রহমান, আব্দুল্লাহিল মামুন, মোমেনুল হোসেন, এজাজুল হক, হাসানুজ্জামান প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষক মন্ডলী ও উদ্যোক্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের বিশিষ্ট উদ্যোক্তা আব্দুল্লাহিল মামুন জানান, পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের মালদা শাখার বিভিন্ন কার্যকলাপ সারা মালদা জেলা জুড়ে হয়ে থাকে যেমন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন, করোনা মহামারীতে মানুষকে সচেতন ও সুস্থতা কামনা করে মাক্স বিতরণ এবং আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে অসহায় দুস্থদের বস্ত্র বিতরন আমরা করলাম এছাড়াও বিভিন্ন কর্মসূচি আমরা করে থাকি আগামীতেও করব।

    উপস্থিত জেলার শীর্ষ নেতৃত্ব সাকিলুর রহমান বলেন, প্রতিবছর আমাদের সংগঠন থেকে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করি অতএব এই বছরে স্বাধীনতা দিবস করোণা মহামারীর জন্য বিশাল আকারে উদযাপিত করা গেল না অতএব আমরা অসহায় মানুষদের হাতে বস্ত্র তুলে দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এ দিবস পালন করলাম।