|
---|
আসাদ আলী : গত ইংরেজি ২৯/০১/২০ ২৩ তারিখ হাওড়ার বাউড়িয়ায় হিন্দি স্কুলের সন্নিকটে গঙ্গার তীরে এক প্রাচীন বটগাছের নিচে মনোরম পরিবেশে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ‘তৃতীয় রবি’ নামক এক সাংস্কৃতিক সংস্থার প্রায় ৫০/ ৬০ জন কবি সাহিত্যিক সাংবাদিক সমাবেশে বনভোজন, গান, কবি সম্মেলন ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠান সুসম্পন্ন হল । প্রথমে সভাপতি ও প্রধান অতিথি নির্বাচন, অনুষ্ঠানের সভাপতি নির্বাচিত হন বিশিষ্ট কবি এস মনির উদ্দিন সাহেব প্রধান অতিথি ছিলেন কবি প্রণবেন্দু বিশ্বাস । অতি সম্প্রতি সংস্থার সম্পাদক মন্ডলীর সদস্য তরুণ মিত্র মহাশয় এর মাতৃবিয়োগ হয় সেজন্য এক মিনিট নীরবতা পালন করা হয় । উত্তম কুমার পাখিরা মহাশয়ের উদ্বোধনী গান দিয়ে সভার সূচনা হয়। প্রায় প্রতি শিল্পী তুলে ধরেন তাদের সৃষ্টিকে কেউ কবিতা, কেউ গান,কেউ অনু গল্প।’তৃতীয় রবি’র শীত ও বইমেলা সংখ্যা প্রকাশ করেন সভাপতি প্রধান অতিথি সহ এক ঝাঁক কবি- সাহিত্যিক -সাংবাদিক । একদিকে রান্নার ব্যস্ততা অন্যদিকে সাহিত্যানুষ্ঠান আর তার পাশ দিয়ে বহমান গঙ্গায় ছোট বড় লঞ্চ যাহাজ চলাচল অন্য এখন অনুভূতি সঞ্চালনায় ছিলেন সম্পাদক মন্ডলীর বিশিষ্ট সদস্য জাহাঙ্গীর মিদ্দে।