আন্ত: অঞ্চল চক্র ক্রীড়া প্রতিযোগিতা: ২০২২ কেশপুর ১ চক্রের

নিজস্ব প্রতিবেদক : ৩৪ ইভেন্টে কেশপুর_১ চক্রের ৬৪টি প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ও ৭১ টি শিশু শিক্ষা কেন্দ্রের অঞ্চল পর্যায় থেকে উঠে আসা প্রতিযোগীদের নিয়ে বর্ণাঢ্য ক্রীড়া আয়োজন অনুষ্ঠিত হোল কেশপুর ব্লকের ২ নং শীর্ষা গ্রাম পঞ্চায়েত এলাকাধীন রাণীয়ড় হাট সংলগ্ন ক্রীড়াঙ্গনে। ঢাক সহ বর্ণাঢ্য শোভাযাত্রা, মার্চ পাষ্টের মাধ্যমে প্রায় ২৫০ জন প্রতিযোগী , কেশপুর_ ১ চক্রের চারটি অঞ্চলের শিক্ষক শিক্ষিকা, সহায়ক সহায়িকা সমন্বয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। ৩৮ তম বর্ষের চক্র ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী প্রদ্যুৎ পাঁজা । সূচনা বক্তব্য রাখেন চক্র ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক তথা অবর বিদ্যালয় পরিদর্শক শৈলজা চন্দ্র মণ্ডল।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষক নেতৃত্ব বিশ্বনাথ কোল্যা, রামতনু প্রামানিক ও বিশিষ্ট সমাজসেবীবৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতা মঞ্চে উপস্থিত হয়েছিলেন উভয় সংগঠনের জেলা ও রাজ্য নেতৃত্ববর্গ। সমস্ত প্রতিযোগীদের জন্য ছিল বিশেষ আকর্ষণীয় পুরস্কার। শিক্ষক শিক্ষিকাদের যথাক্রমে দৌড় ও গুলি চামচ দৌড় প্রতিযোগিতা ও অনুষ্ঠিত হয়।

    পয়েন্টের ভিত্তিতে বিজয়ী অঞ্চলের শিরোপা পায় ৫ নং মুগবসান অঞ্চল। বিজিত অঞ্চলের ট্রফি প্রাপক ৩ নং আমনপুর অঞ্চল। ফেয়ার প্লে ট্রফি প্রাপক অঞ্চল ২ নং শীর্ষা অঞ্চল। এছাড়াও ক্রীড়া অনুষ্ঠানের মার্চ পাষ্ট ট্রফি বিজয়ী হয় ৫ নং মুগবসান অঞ্চল ।অসাধারণ ক্রীড়ানৈপুণ্যের স্বীকৃতি স্বরূপ বাজুয়াড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ফারহান মল্লিক এবং গড়সেনাপত্যা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী নন্দিনী প্রামানিক বিশেষ উৎসাহবর্ধক পুরস্কার লাভ করে।


    অতি অল্প সময়ের প্রস্তুতিতে যেভাবে চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকা,সহায়ক সহায়িকা পার্শ্ব শিক্ষক শিক্ষিকা একাত্ম হয়ে চক্র পর্যায়ের ক্রীড়াকে সফল করলেন এজন্য চক্র ক্রীড়া সমিতির সভাপতি শিক্ষক নির্মলেন্দু পাঁজা তাঁর খুশি ব্যক্ত করেন। অনুষ্ঠানের উদ্বোধক তথা আজকের এ ক্রীড়াযজ্ঞের অন্যতম ব্যক্তিত্ব প্রদ্যুৎবাবু মাঠের সৌন্দর্যায়ন ও আয়োজনের ভূয়ষী প্রশংসা করেন। আগামী দিনে অঞ্চল‌ ,চক্র ক্রীড়ার মানোন্নয়নে এবং বিদ্যালয়গুলির পরিকাঠামোগত অবস্থার উন্নতি সাধনে তিনি সচেষ্ট থাকবেন বলে অভিমত ব্যক্ত করেন।

    আয়োজক অঞ্চলের পক্ষে শিক্ষক তাপস পান ও চন্দন চক্রবর্তী জানান,” চক্র পর্যায়ে সরকারি সাহায্য আসার আগেই আমরা সবাই মিলে আমাদের চক্রের ক্রীড়া প্রতিযোগিতার গুণগতমান বরাবরের মতো বজায় রাখতে চেষ্টা করেছি।
    অভিভাবক, স্থানীয় মানুষজনের সহায়তা আমাদের এ সাফল্যের নেপথ্যে রয়েছে।”

    পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের বিচারকগণ আজকের ক্রীড়া প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করেন। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক স্নেহাশিস চৌধুরী, প্রদীপ পালধি, অতনু ত্রিপাঠী, দীপঙ্কর শীট প্রমুখ।