কন্যাশ্রী দিবসের দশম পূর্তি উপলক্ষে কন্যাশ্রী থিম প্রদর্শনী কেশপুরে

নিজস্ব সংবাদদাতা : গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মূল লক্ষই হল— প্রজাকল্যাণ সাধন। সমাজে আর্থিক বৈষম্য দূর করা। শিক্ষা এবং খাদ্য, বস্ত্র, বাসস্থানের অধিকারকে নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সরকারের পরিকল্পনা তৈরি হয়। এইসব উদ্দেশ্যকে সামনে রেখেই ২০১৩ সালে প্রবর্তিত ‘কন্যাশ্রী প্রকল্প’ এই উদ্দেশ্য সাধনে পশ্চিমবঙ্গ সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ। ১৪ই আগস্ট দশম কন্যাশ্রী দিবস রাজ্যজুড়ে উদযাপন হবে।

    দশম কন্যাশ্রী দিবসকে সামনে রেখে বিভিন্ন জায়গায় চলছে পোস্টারিং প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রদর্শনী। সোমবার কেশপুর ব্লক প্রশাসনের নির্দেশে কেশপুরের গোলার সুশিলা বিদ্যাপীঠ, কেশপুর বালিকা বিদ্যালয় ও আনন্দপুর সন্তোষ কুমারী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিদ্যালয় স্তরের প্রদর্শনী। এ সমস্ত বিদ্যালয়ের কন্যাশ্রী ছাত্রীরা পরিবেশ, স্বাস্থ্য ও পুষ্টিবিদ্যার উপর বিভিন্ন ধরনের প্রদর্শনী করে।

    আজকের প্রদর্শনী নিয়ে কেশপুর ব্লকের সমাজ কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক পিয়ালী কুইলা বলেন, কন্যাশ্রী দিবসের দশম পূর্তি উপলক্ষে কেশপুর ব্লকের বিভিন্ন বিদ্যালয়ে পরিবেশ, স্বাস্থ্যসচেতনতা ও পুষ্টিবিদ্যার ওপর প্রদর্শনী চলছে। কেশপুর ব্লকের আরো কিছু বিদ্যালয়ে প্রদর্শনী বাকি আছে। সেই সমস্ত বিদ্যালয়েও প্রদর্শনী হবে।