কলকাতায় ক্যারেটে প্রতিযোগিতায় সফল হলো গোপীবল্লভপুরের পাঁচ প্রতিযোগী

নিজস্ব সংবাদদাতা,গোপীবল্লভপুর,ঝাড়গ্রাম : রবিবার কলকাতা নেতাজী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৭ ম আন্তর্জাতিক ক্যারাটে চাম্পিয়নশীপে সফল হলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের পাঁচ প্রতিযোগী।প্রতিযোগী
সৌম্যদীপ বাড়ি ৭ বছরের পুরুষ কাতা বিভাগে স্বর্ণ পদক জয়লাভ করেছে।

    প্রতিযোগী দীপেন্দ্রনাথ সাউ ৯ বছরের পুরুষ বিভাগে, কাতা আর কুমিত উভয় বিভাগেই স্বর্ণ পদক জয়লাভ করেছে।
    প্রতিযোগী শ্রেয়শ্রী বাড়ি ১১বছরের মহিলা কাতা বিভাগে রৌপ পদক জয়লাভ করেছে।প্রতিযোগী প্রত্যুষা মল্লিক ৯ বছরের মহিলা কুমিত বিভাগে স্বর্ণপদক ও কাতা বিভাগে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছে।প্রতিযোগী অভিজিৎ মাদুলী ১৩ বছরের পুরুষ কাতা বিভাগে রৌপ্য পদক জয়লাভ করেছে ।এরা সকলেই জাপানীস ক্যারাটে অ্যাকাডেমি অফ গোপীবল্লভপুর এর ছাত্র – ছাত্রী। শিক্ষার্থীদের এই সাফল্যে খুশি একাডেমির দুই প্রশিক্ষক সানসাই সুমন বেরা(২ ব্লাকবেল্ট প্রাপ্ত),
    সানসাই সঞ্জয় মাদুলী(২ ব্লাকবেল্ট প্রাপ্ত)। অন্যদিকে স্থানীয় প্রতিযোগীদের এই সাফল্যে খুশির হাওয়া গোপীবল্লভপুর জুড়ে।