|
---|
রোদ্দুর ইসলাম,মেমারি : ২৯ জানুয়ারি বর্ধমানের কবিতা সন্ধ্যা ১৯৮৭ সাল থেকে পথ চলা শুরু করে কবিতা অন্তঃপ্রাণ হিসাবে। নিরবচ্ছিন্ন ভাবে কবিতার কন্ঠস্বর হিসাবে আজও বহমানতা বজায় রেখে এগিয়ে চলেছে।২৯ জানুয়ারি বর্ধমান জেলা লাইব্রেরীতে অনুষ্ঠিত হয় কবিতা সন্ধ্যার ৪৫৬ তম মাসিক সাহিত্য সভা।বৈকালিক এই সাহিত্য সভায় মঞ্চাসীন গুণীজন হলেন কবিতা সন্ধ্যার সভাপতি শ্যামল বারুরী,সম্পাদক কুশল দে, বর্ষীয়ান আবু মনিরুদ্দিন চৌধুরী এবং এবারের সাহিত্য সভার আহ্বায়ক নারায়ণ চন্দ্র পাল। সভায় কবি নারায়ণ চন্দ্র পালের ষষ্ঠ কাব্যগ্ৰন্থ শুক্তিনারী প্রকাশিত হয় এবং উপস্থিত সকল সংস্কৃতি মনস্ক ব্যক্তির হাতে উপহার স্বরূপ তা তুলে দেওয়া হয়। মঞ্চাসীন গুণীজন ছাড়া দীপেন্দ্র নাথ শীল,সুভাষ বসু,কুমুদ বন্ধু নাথ,ক্ষেত্রনাথ দে, দিলীপ কুমার মুখার্জী, সুব্রত মজুমদার , মিনতি গোস্বামী, সেখ জাহাঙ্গীর,সেখ সাবের আলি, সেখ হাসানুজ্জামান , কৃষ্ণা গাঙ্গুলী,সুফি রফিক উল ইসলাম, সুবীর রায়, চিরঞ্জীব ঘোষ,তাপস ভূষণ সেনগুপ্ত, অশোক বর্মন, বিশ্বজিৎ ভট্টাচার্য্য, মানস দত্ত, মঞ্জরী খাতুন, বর্ণালী কুন্ডু ,সায়ন্তি হাজরা, সৌম্য পাল, ভবতোষ দাস, স্বরূপ মুখার্জী, বুদ্ধদেব মুখার্জী, অশোক কুমার সরকার,রাম আশিস মুখার্জী , সব্যসাচী বক্সী প্রমুখ প্রায় ষাট জন গুণী ব্যক্তি স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, সংগীত পরিবেশন করেন। কবিতা সন্ধ্যার সাহিত্য সভা প্রতি ইংরাজী মাসের শেষ রবিবার ধারাবাহিকতা বজায় রেখে অনুষ্ঠিত হয়ে চলেছে।