|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- জাপান ক্যারাটে ইন্ডিয়া সাউথ ডিভিশনের উদ্যোগে দঃ ২৪ পরগনা জেলায় ক্যারাটেকে আরো জনপ্রিয় করে তুলতে এদিন সুভাষগ্রাম রেলময়দানে এক ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন এই বয়স ভিত্তিক প্রতিযোগিতায় প্রায় দুশো জন প্রতিযোগি অংশগ্রহন কর। এই প্রতিযোগিতা সূচনা করেন স্থানীয় পৌরপিতা মিলন সরকার । তিনি জানান ছোট ছোট ছেলেমেয়েদের এই খেলায় আরো বেশী করে আগ্রহী করে তুলতে হবে আয়োজকরা জানান এই প্রতিযোগিতা থেকে উঠে আসা প্রতিভাবান দের পরবর্তীকালে রাজ্য ও জাতীয় স্তরে খেলার সুযোগ থাকছে।