|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- সারা পশ্চিমবঙ্গ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে দিদির সুরক্ষা কবজ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সেইমতো ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সরিষা গ্রাম পঞ্চায়েত এলাকার একদিনের অঞ্চল দিদির সুরক্ষা কবচ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।উপস্থিত ছিলেন জেলার মহিলা সভানেত্রী মনমোহিনি বিশ্বাস,২নম্বর ব্লক সভাপতি অরূময় গায়েন,২নম্বর ব্লকের যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন, সরিষা অঞ্চলের অবজারভার তথা যুব নেতা শামীম আহমেদ মোল্লা,ব্লকের মহিলা সভানেত্রী শিপ্রা কাঠাল,শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল ইসলাম,বিমলেন্দু বৈদ্য, মইদুল ইসলাম,নীতিশ মোদক,প্রধান তাপস সহ সকল স্তরের নেতৃত্বদের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।এদিনের কর্মসূচিতে শুরুতেই সরিষা পঞ্চায়েত এলাকার নৌশা গ্রামে অবস্থিত কালি মন্দিরে পূজা দিয়ে বাড়ি বাড়ি ভোটারদের সাথে দিদির সুরক্ষা কবজ সকল প্রকল্প রয়েছে সঠিকভাবে পেয়েছেন কিনা, না পেলে কিভাবে পাবেন সে বিষয়ে ভোটারদের জানানো হয়। তার পর সরিষা হসপিটালে ডাক্তার বাবু সহ সকল রুগীদের সঙ্গে দেখা করেন। এদিন দলীয় কর্মসূচিতে দলের সকল কর্মীদের নিয়ে এলাকার বিশিষ্ট কয়েকজন অতিথিকে আমন্ত্রিত করে মধ্যাহ্নভোজন আয়োজন করা হয়। মধ্যাহ্ন ভোজন শেষে দলীয় কর্মীদের নিয়ে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন।তারপরে সরিষা ২৪৬ মোড়ে এক জনসংযোগ সভার আয়োজন করা হয়।এদিন কর্মসূচি বিষয়ে তৃণমূলের নেতৃত্বরা জানালেন দলের নির্দেশে সারা পশ্চিম বঙ্গের পাশাপাশি প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার সকল স্তরের মানুষের কাছে দিদির সুরক্ষা কবচ সফল করতে আজকের সরিষা গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিনের অনুষ্ঠান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবং আগামী দিনে দলের কর্মীরা দিদির দূত হিসেবে প্রতিটি বাড়িতে গিয়ে জারা সরকারি প্রকল্প গুলো থেকে বঞ্চিত আছে তাদের সরকারি প্রকল্প গুলি পেতে মোবাইল অ্যাপস এর মাধ্যমে সাথে সাথে আবেদন করে দিদির কাছে পাঠানো হবে। অনুষ্ঠান টিকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।