|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : মুর্শিদাবাদ জেলা পরিষদ পরিচালিত বালিয়া শ্যামপুর ফেরী ঘাট একেবারে নৌকা চলাচল বন্ধ হয়ে যাওয়ার মুখে।মুর্শিদাবাদের সাগরদিঘী ব্লক এবং লালগোলা ব্লকের অধীনে অবস্থিত বালিয়া, শ্যামপুর ফেরী ঘাট, আর এই ঘাটের মাঝ নদীতে চর পরে যাওয়ায়, নৌকা পারা পারে রীতিমতো সমস্যার সম্মুখীন হচ্ছেন। স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষজন।স্থানীয় বাসিন্দা মহেশ্বর মন্ডল জানান শ্যামপুর থেকে নৌকা পার হয়ে বালিয়া হাই স্কুলে প্রায় দেড়শো স্কুল পড়ুয়া পোড়াসনা করতে আসেন, মাঝ নদীতে চর পড়ে যাওয়ায়, ঠিক সময়ে স্কুলে পৌঁছাতে পারছেন না ছাত্র-ছাত্রীরা। অনেক সময় শ্যামপুরের কেউ মারা গেলে সেই মৃত দেহ বালিয়া বিদ্যুৎ চুল্লিতে নিয়ে আসতে হয় নৌকায় পারাপারের মধ্যদিয়ে। সেখানেও নাজেহাল হোতে হয় মৃতদেহ নিয়ে। অন্যদিকে লালগোলা- রাজারামপুর থেকে একাধিক বিভিন্ন ব্যবসায়ীরা পেটের টানে ব্যবসা করতে আসেন বালিয়া, নয়ানডাঙ্গা, মণিগ্রাম সহ কাবিলপুর, মথুরাপুর এমনকি সাগরদিঘী পর্যন্ত যেতে হয়। প্রায় তিন মাস থেকে মাঝ নদীতে চর পড়ে যাওয়ায় নৌকা চলাচলের চরম সমস্যায় পড়ছেন মানুষজন, এলাকাবাসিদের দাবী, দ্রুত এই সমস্যা সমাধান করে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা যেন সঠিক সময়ে নৌকা পারাপার করতে পারে সেই ব্যবস্থা করা হোক।