|
---|
নিজস্ব সংবাদদাতা : *পয়গম্বরের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মথুরাপুর ব্লক২ মাইনরিটি সেলের উদ্যোগে নূপুর শর্মার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাশিনগর বাজারে ধিক্কার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়*।
-* মুসলিম ধর্মীয় মনীষীদের মধ্যে শ্রেষ্ঠ মনীষী, নবী করিম সা: কে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে রায়দিঘী বিধানসভা কাশিনগর বাজারে বিক্ষোভ মিছিল করলেন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষ। এই কর্মসূচীর সমগ্র আয়োজন করেন মথুরাপুর দুই নম্বর ব্লক তৃনমূল কংগ্রেস মাইনরিটি সেল। এদিন বৈকালে প্রায় দুই থেকে তিন হাজার মানুষের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল শুরু হয় গোটা কাশিনগর বাজার পরিক্রমা করে অবশেষে একটি পথ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে বিজেপির মুখপাত্র নুপুর শর্মাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তীর দাবী তোলেন আয়োজকরা। এবং হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষের সঙ্গে সুভাতৃত্ব বজায় রাখার অনুরোধ করেন। এদিনের মিছিলে ও পথসভায় উপস্থিত ছিলেন দক্ষিন ২৪ পরগনা জেলার মাইনরিটি সেলের সভাপতি আবুল কাসেম রসুলি,প্রাক্তন দক্ষিন ২৪ পরগনা জেলার ইমাম হাফেজ রহিসুদ্দিন পুরকাইত,বারুইপুর এডভাইজার ও বিশিষ্ঠ সমাজসেবী আ: রহমান সাহেব,মথুরাপুর ব্লক২ তৃনমূল কংগ্রেস মাইনরিটি সেলের সভাপতি রউফ হোসেন মোল্লা,মথুরাপুর ব্লক২ মাইনরিটি সেলের জেনারেল সেক্রেটারি হাফেজ আইউব আলী বৈদ্য (ইমাম গজমুড়ি জামে মসজিদ),হাফেজ জামসেদ জমাদার বাড়ি ভাঙ্গা কুরানিয়া মাদ্রাসা,এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গ্রামের মসজিদের ইমাম ও এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষজনরা। তাদের দাবী না মানলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন আয়োজকরা।