|
---|
নিজস্ব সংবাদদাতা :সেন্ট্রাল কলোনির দুর্গা পুজোর থিম, বলছি সবার কানে কানে আমরা এবার রাজস্থানে। আজ উল্টো রথ, এই শুভ দিনে খুঁটি পুজোর মধ্য দিয়ে দূর্গা পুজোর প্রস্তুতি শুরু করে দিল শিলিগুড়ির সেন্ট্রাল কলোনী দূর্গা পূজা কমিটি।
প্রতি বছর আকর্ষণীয় পূজা মন্ডপ উপহার দিয়ে থাকে শিলিগুড়ির সেন্ট্রাল কলোনি দূর্গা পূজা কমিটি।চলতি বছরও ব্যতিক্রম হবে না, এবার তাদের পুজো ৬১ তম বর্ষে । এবারে তাদের থিম বিশেষ আকর্ষণ ‘বলছি সবার কানে কানে, আমরা এবার রাজস্থানে’।রাজস্থানের শিল্পকলাকে তুলে ধরা পূজা মন্ডপের মধ্য দিয়ে।সেই উপলক্ষে উল্টো রথের দিন খুঁটি পুজো করলেন পুজো উদ্যোক্তারা।
কমিটির সম্পাদক পার্থ দে জানান, বিভিন্ন আকর্ষণীয় পূজা মণ্ডপ উপহার দিয়ে উত্তরবঙ্গবাসীর মন জয় করতে সক্ষম হয়েছেন তারা, এবারও তাদের এই পরিবেশ বান্ধব এই পুজো মন্ডপ শহরবাসীর নজর কাড়বে বলে আশাবাদী তিনি।