|
---|
নতুন গতি প্রতিবেদক : করোনা, লকডাউন, আমফান, যশ৷ যা সামলে ওঠা কার্যত দুষ্কর সাগরের হতদরিদ্র মানুষগুলোর পক্ষে ৷ গত ২৬ মে ওড়িশা উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় যশ৷ যার রেশ গড়ায় এ রাজ্যেও৷ প্রাণ বাঁচাতে ভিটে-মাটি ছেড়ে ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নিতে হয় দক্ষিণ ২৪ পরগনার সাগরের বাসিন্দাদের ৷ তারপর এক সময় ঝড় থামে ৷ আসে ঘরে ফেরার পালা ৷ কিন্তু ছেড়ে যাওয়া সেই ঘর কোথায় ? বদলে পড়ে রয়েছে এক রাশ মাটির ঢিবি ৷ চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ ৷
দাঃ কুমড়াখালী পূর্ব পাড়া উন্নয়ন সমিতির একটি ইউনিট পূর্ব পাড়া রিলিফ ব্রিগেড এর উদ্যোগে সাগরের ঘোড়ামারা দ্বীপে “যশ” ঝড়ে ক্ষতিগ্রস্থ দের জন্য ত্রাণ সামগ্রী বণ্টন করা হয়।
সেখানে ৩৫০টি পরিবারের হতে চাল, মুড়ি, ছিঁড়ে, ছাতু, গুর, বিস্কুট, দুধ, কেক, জল, ORS,Sanitary Napkins, মাস্ক তুলে দেওয়া হয়।
ক্লাবের সমস্ত সদস্যরা প্রবীণ থেকে নবীন আন্তরিকতার সঙ্গে এই উদ্যোগে সহযোগিতা করেন।
উদ্যোগতা দের মধ্যে ক্ষতিগ্রস্ত স্থানে উপস্থিত থেকে পুরো কর্মসূচিটি সম্পন্ন করেন,
রাজেশ , সুব্রত , সুদীপ, সুকান্ত , শিবা, সংকর, রোহণ, পার্থ, নজরুল, কমল, ভোলা, আসিফুর, জাহির। এছাড়াও বাকি সদস্যরা বিভিন্ন ভাবে সহযোগিতা করেন।
রাজেশ , সুব্রত , সুদীপ, সুকান্ত , শিবা, শঙ্কর, রোহন, পার্থ, নজরুল, কমল, ভোলা, উত্তম, স্নেহময়, আশিফুর, জাহির।
উল্লেখ্য, যশের দাপটে কপাল পুড়েছে দক্ষিণ ২৪ পরগনার সাগরের বাসিন্দাদের ৷ ভিটে-মাটি হারিয়ে আজ তাঁরা সর্বহারা ৷ প্রকৃতির রোষে বই-খাতা চাপা পড়েছে ধ্বংস্তূপের নীচে ৷ আপাতত ঘরের ভাঙা দেওয়াল সরিয়ে সেসবই উদ্ধারের কাজে হাত লাগিয়েছেন দুর্গত পরিবারগুলির সদস্যরা ৷ চলছে জীবনে ফেরার মরিয়া চেষ্টা ৷