|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: নয় কোন বিভেদ,নয় সম্প্রদায়গত হিংষা, নয় কোন বিভাজন। তাই আমরা হিন্দু- মুসলমান জাতি ধর্ম বর্ন মিলেমিশে এক হয়ে থাকব। দেশে ধর্ম নিয়ে যে ভেদাভেদ তৈরী একটি রাজনৈতিক দল, দেশের ঐক্যকে নষ্ট করছে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। দক্ষিন ২৪পরগনা জেলা কূল্পি করঞ্জলি হাই স্কুল মাঠ থেকে এমনই বার্তা দিলেন রাজ্যের সংখ্যালঘু মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা মহাশয় I সংখ্যালঘু মন্ত্রী এ ছাড়াও আরো বলেন, এখানে রাম – রহিম সবাই সমান, নিজেদের মধ্যে কোন ভেদাভেদ নেই থাকবেও না।
কেন্দ্রীয় সরকারের কৃষি বিল ও উত্তর প্রদেশে নারী নির্যাতনের প্রতিবাদে কূল্পী ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যেগে এই প্রতিবাদসভা করা হয়, এখানে হাজারের অধিক মানুষের জনসমাগম হয়। উক্ত জনসভাতে উপস্হিত ছিলেন রাজ্যের সংখ্যালঘু মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা মহাশয়,এবং দক্ষিন ২৪পরগনা জেলার তৃনমূল কংগ্রেসের সভাপতি শ্রী শুভাশিস চক্রবর্তী মহাশয়,এবং কুলপি বিধায়ক শ্রী জগরঞ্জন মহাশয় সহ, কূলপি ব্লক তৃনমূল কংগ্রেসের সকল কর্মী বৃন্দুরা এই অনুষ্ঠানে উপস্তিত ছিলেন I