|
---|
নবাব মল্লিক, রায়দিঘী: ডায়মন্ডহারবার রায়দিঘী রুটে অবৈধ যানবাহন বন্ধ করার দাবিতে ডায়মন্ডহারবারে এসডিও অফিসে ডেপুটেশান জমা দিল মিনি বাস সংগঠন। মূলত ডায়মন্ডহারবার রায়দিঘী রুটে দীর্ঘদিন অবৈধভাবে চলছে টোটো, জিও গাড়ি, অটো, ট্রেকার সহ অন্যান্য যানবাহন। যাদের অধিকাংশেরই পারমিট নেই। এই পারমিটবিহীণ যানবাহন চলার কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বাসমালিকগণ। সেজন্য বুধবার এসডিও অফিসে ডেপুটেশান জমা দেন ডায়মন্ডহারবার রায়দিঘী রুটের মিনি বাসের মালিকগণ। এই ডেপুটেশান কর্মসূচির নেতৃত্ব দেন মিনিবাস সংগঠনের ডায়মন্ডহারবার রায়দিঘী ইউনিটের সম্পাদক রইচ মোল্লা।