কল্যাণীর জেএনএম মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আগুন, তবে হয়নি হতাহতের ঘটনা

নদীয়া: মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ কল্যাণীর জেএনএম মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আগুন লাগে। তবে ঘটেনি কোনও হতাহতের ঘটনা। বড়সড় কোনও দুর্ঘটনার আগেই আগুন প্রায় নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।

    জানা গেছে, সেই সময় সেই ওয়ার্ডে এক রোগী ছিলেন। আগুন লাগার পরপরই তাঁকে সেখান থেকে বের করে নিয়ে আসা হয়। দ্রুত হাসপাতালে এসে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

    ঘটনায় সাময়িকভাবে হাসপাতালের রোগী পরিষেবা আংশিক ব্যহত হয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগ বিদ্যুৎহীন হয়ে পড়ে। তবে সেই পরিস্থিতি বেশিক্ষণ ছিল না। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় এবং বিদ্যুৎ সংযোগও ফিরে আসে।

    আগুন লাগার ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে।

    কল্যাণী জেএনএম হাসপাতালের সুপার এই প্রসঙ্গে জানিয়েছেন, “আইসোলেশন ওয়ার্ডে একজনই রোগী ছিলেন। ধোঁয়া দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।” তবে কীভাবে আগুন লাগল, তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা থেকে যাচ্ছে। হাসপাতালের অগ্নিনির্বাপক ব্যবস্থা কেমন ছিল, তাও এখনও জানা যায়নি।