রমজানে জিনিসপত্রের অস্বাভাবিক দামবৃদ্ধি ও কালো বাজারি রুখতে সরকার পদক্ষেপ নিক, দাবি ওয়েলফেয়ার পার্টির

আব্দুস সামাদ, জঙ্গিপুর: রমজান মাস পড়তেই বাজার আগুন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবিতে ও কালোবাজারি রুখতে খাদ্যমন্ত্রীকে ডেপুটেশন প্রদান ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া,পশ্চিমবঙ্গ রাজ্য শাখার ।

    এদিন খাদ্য দপ্তরের অতিরিক্ত সচিবের মাধ্যমে খাদ্যমন্ত্রীকে ডেপুটেশন প্রদান করা হয়। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান, রাজ্য সম্পাদকদ্বয় জালাল উদ্দীন আহমেদ ও শাহাজাদী পারভীন, ডাঃমানোয়ারা বেগম ও আবু তাহের আনসারী সহ অন্যান্য নেতৃত্ব।

    রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান বলেন বিগত প্রায় দুই সপ্তাহ ব্যাপী কেন্দ্রীয় সরকারের দ্বারা পেট্রোপন্যের লাগাতার মূল্যবৃদ্ধির কারণে এবং রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে মধ্যবৃত্ত থেকে সাধারণ মানুষ সকলের হেঁসেলেই চরম টান পড়েছে । দুবেলা দুমুঠো খাবারের জোগাড় করতে আপামার জনতার নাভিশ্বাস উঠছে । এমতাবস্থায়, রমজানের শুরুতেই সারা রাজ্যের সব্জি ও ফল বাজার থেকে শুরু করে সকল নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য রাতারাতি যেভাবে অগ্নিমূল্য হয়ে উঠেছে তাতে দিনের শেষে একজন সাধারণ মানুষ থেকে রমজান পালনকারী ধর্মপ্রাণ মুসলমান কেউই যৎসামান্য পুষ্টিকর ফল বা খাবারও মুখে তুলতে পারছেন না । হঠাৎ করে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের এই কয়েকগুণ অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পিছনে পেট্রপন্যের মূল্যবৃদ্ধির স্বাভাবিক কারণের বাইরেও রয়েছে নিয়ন্ত্রণহীন বাজারের ফোঁড়ে-ফাটকাবাজ থেকে অনৈতিক কালোবাজারির দালাল ও অসাধু ব্যবসায়ীদের কালো হাত । তাই, এই সংকট মুহূর্তে সাধারণ মানুষ ও রমজান পালনকারী ধর্মপ্রাণ মুসলমানের স্বার্থে আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া-র পশ্চিমবঙ্গ রাজ্য শাখার পক্ষ থেকে নিমোক্ত ডেপুটেশন ও স্বারক লিপি তুলে দী।