|
---|
আর এ মণ্ডল,পাত্রসায়ের : বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের নলডাঙ্গা গ্রামের দায়রা পাকে ১৬ চৈত্র(৩১ মার্চ) বৃহস্পতিবার “নিখিল বঙ্গ আঞ্জুমান রশিদিয়া’-র আয়োজনে ৯৮তম উরষ মোবারক অনুষ্ঠিত হল। ফজরের নামাজ বাদ কোরআন মজিদ পাঠ এর পর অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এপার বাংলা ও ওপার বাংলার গদ্দিনশীন পীর হজরত শাহ সুফি মোহাম্মদ রুহুল আলম চিশতী আল নিজামী স্বয়ং অনুষ্ঠানটিতে উপস্থিত থেকে সবার জন্য দোওয়া (প্রার্থনা) করেন।
অতঃপর অন্যান্য বছরের ন্যায় সকাল ৯টায় বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে সাধারণ চিকিৎসা,চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।সেই সাথে রক্ত দান শিবিরে প্রায় ৫০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন।চক্ষু বিশেষজ্ঞ ছিলেন নলডাঙ্গা সৈয়দ মুজতবা আহমাদ দাতব্য চিকৎসালয় ( নলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র) এর প্রাক্তন চিকিৎসক ইমামুল হক মিদ্যা এবং রক্ত সংগ্রহ করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগ।
রাত্রে পীর সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ধর্মীয় অনুষ্ঠান। রাজ্যের বিভিন্ন জেলার জাতি ধর্ম নির্বিশেষে কয়েক হাজার মানুষ উপস্থিত হন। বিশিষ্ট জনদের মধ্যে ছিলেন পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতীম সিংহ, ছিলেন টি এম সি-র জেলা সংখ্যালঘু সেলের কার্যকরি সভাপতি সেখ আজফার হোসেন, ব্লকের সাংগঠনিক সভাপতি মাষ্টার দিলীপ ব্যানার্জী, ব্লকের যুব সংগঠনের সম্পাদক জিয়ারুল হক এবং বিউর বেতুড় অঞ্চলের ইঞ্জিনিয়ার বজলুল আলম হাজারী প্রমুখ।
এছাড়াও ছিলেন আঞ্জুমান রশিদিয়ার কোষাধ্যক্ষ ও আহ্বায়ক মিনহাজ উদ্দীন, সম্পাদক সামসুদ্দিন মল্লিক, অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ কুতুবুদ্দীন মণ্ডল, মহির উদ্দিন মণ্ডল ও মাষ্টার আব্দুল খালেক প্রমুখ। সহযোগিতায় ও ব্যবস্থাপনায় গ্রামবাসীগণ।