WBJEE রেজাল্ট ২০২২

নতুন গতি প্রতিবেদক : আজ প্রকাশিত হচ্ছে জয়েন্ট এন্ট্রাসের ফল, কীভাবে দেখা যাবে? পরীক্ষার মাত্র দেড় মাসের মধ্যে প্রকাশিত হতে চলেছে ফলাফল। ১৭ জুন বোর্ডের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকে (JEE 2022) জয়েন্টের ফলাফল প্রকাশ করা হবে। এবার পরীক্ষা নেওয়া হয়েছিল ৩০ এপ্রিল। পরীক্ষা হয়েছিল অফলাইনে।
কীভাবে দেখা যাবে ফলাফল-
• wbjeeb.nic.in-এ যান।
WBJEE 2022 ট্যাবে ক্লিক করুন।
• WBJEE-2022 ফলাফলের জন্য লিঙ্কটিতে ক্লিক করুন।
• আপনার অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড বা অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করুন।
• জমা দিন এবং WBJEE 2022 মার্কশিট দেখুন। সেখানে রেজাল্ট প্রিন্টআউট করারও অপশন পাবেন।