|
---|
লুতুব আলি : রায়না মাদ্রাসায় অনুষ্ঠিত হল বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির। ১৬ জুন রায়না তাজবীদুল মাদ্রাসায় বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবিরের উদ্বোধন করেন মানবাধিকার কর্মী ও বর্ধমান এবং জলপাইগুড়ি জেলা ক্রেতা সুরক্ষা আদালতের প্রাক্তন বিচারক কাজী মোহাম্মদ রফিক। মাদ্রাসা নিয়ে জনমানসে যে ভ্রান্ত ধারণা ঢুকিয়ে দেওয়া হয় তা রায়নার তাজবীদুল মাদ্রাসা জনসেবামূলক কাজ করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করে চলেছে বলে রফিক সাহেব জানান। কিতাবি শিক্ষার খোলস থেকে বেরিয়ে এসে এই মাদ্রাসা যেভাবে উদ্যোগী হয়েছে তারও ভূয়শী প্রশংসা করেন কাজী মোহাম্মদ রফিক। এদিনের চক্ষু পরীক্ষা শিবির এর প্রাক্কালে চক্ষু পরীক্ষার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা সভার অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন এই মাদ্রাসার সম্পাদক শেখ আব্দুল রাজ্জাক। সকলকে অভিনন্দন জ্ঞাপন করেন মাদ্রাসার সহ-সম্পাদক শেখ অশিউর রহমান মাদ্রাসার অন্যতম সদস্য শেখ আমির আলী। দুর্গাপুর প্যারামেডিক্যাল কলেজ এর চক্ষু বিভাগ এই শিবির পরিচালনা করে। নেতৃত্ব দেন দুর্গাপুর প্যারামেডিকেল কলেজের চক্ষু বিভাগের প্রধান ডা. কাজী হাসিনা জাহান সিদ্দিকী। রায়না সহ নেত্রখণ্ড, পাষণ্ড।, মাধপুর, সহজপুর, কৃষ্ণপুর, ইবিদ পুর, রুপসোনা, রসি খন্ড, গোপীনাথপুর, বেরুল গ্রাম থেকে আসা এদিন শতাধিক রোগী চক্ষু পরীক্ষা করান।