|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- বেশ কিছুদিন যাবৎ ঝাড়খণ্ড সহ পার্শ্ববর্তী জেলা থেকে বীরভূম জেলার কাঁকরতলা থানার উপর দিয়ে মাদক পাচার হচ্ছে বলে পুলিশ জানতে পারেন। সেই মোতাবেক বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কাঁকরতলা থানার ওসি শামীম খানের নেতৃত্বে পুলিশ বাহিনী স্থানীয় থানার সীমান্তবর্তী ঝাড়খণ্ড ও বর্ধমান জেলা এলাকায় যাবার রাস্তাগুলো পাহারা দিতেই মাদক সহ পুলিশের জালে ধরা পড়ে সেখ শাজাহান নামে এক ব্যক্তি। বিবরণে জানা যায় ধৃত ব্যক্তির বাড়ি কাঁকরতলা থানার জামালপুর গ্রামে। মোটরসাইকেল করে পোস্তরখোলা পাচার করার সময় কাঁকরতলা পশ্চিম বর্ধমান সীমান্ত নবসন অজয় নদের ঘাটে পুলিশ তাকে আঁটক করে। ধৃতের কাছ থেকে বস্তা ভর্তি ৫২ কেজি পোস্তরখোলা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। যদিও মাদকদ্রব্য কারবারে ধৃতের এক সঙ্গী ফেরার, তার সন্ধানে ও নেমেছে কাঁকরতলা থানার পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার সিউড়ি বিশেষ আদালতে তোলা হলে বিচারক সমস্ত দিক খতিয়ে তাকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।