|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: হামজা বেনদেলাজ, যিনি ২১৭ টি ব্যাংক থেকে ৪০ কোটি ডলার হ্যাক করেন এবং আফ্রিকা ও ফিলিস্তিনে অনাহারে অর্ধাহারে মরে যাওয়ার উপক্রম মানুষদের মাঝে বিলিয়ে দেন! আদালতে তাঁর ফাঁসির রায় হলে অবশেষে হাসি মুখে ফাঁসিতে ঝুলে পড়েন! আদালতে তাঁর বক্তব্য পরিস্কার ছিল-“আমি কোন পাপ করিনি, গরিবের পেট চাঁপা দিয়ে সমাজের দুর্নীতিবাজরা যে পয়সা ব্যাংকে জমা রেখেছিল আমি তা গরিবের পেটেই পৌঁছালাম, এটি কি অপরাধ?
হামজা বেনদেলাজ নিশান্ত একজন আলজেরিয়ান কম্পিউটার হ্যাকার (অনুমতি ছাড়া প্রবেশ)। যিনি Bx1 নামে পরিচিত। প্রবেশ তথ্য চুরি করে ট্রোজান হর্স নামের স্পাইআই এর সহ-প্রতিষ্ঠাতার ভূমিকা পালন করে তিনি ২০০ আমেরিকান ব্যাংক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান এর টাকা সয়ংক্রিয় ভাবে তুলে নেন। স্পাইআই অ্যাপলিকেশনটি অন্য হ্যাকারদের কাছে বিক্রি করেন যা সয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে।বেনদেলাজ বড় হয়েছিল আলজেরিয়ার তিজি ওজু নামক স্থানে, যিনি ১৫ বছর কারারুদ্ধ অবস্থায় ছিলেন এবং ৩ বছর কারামুক্ত (জামিন) হিসাবে ছিলেন। বেনদেলাজ বিভিন্ন ব্যাংক এবং প্রতিষ্ঠান থেকে হাতিয়ে নেওয়া টাকা ফিলিস্তিন এবং আফ্রিকার খাদ্যাভাব মেটাতে ব্যয় করেন।
হামজা বেনডেল্লাজ এবং রাশিয়ান কোডফেন্ডেট কে SpyEye কম্পিউটার ভাইরাস ব্যবহার এবং অমেরিকান ব্যাংক হতে মিলিয়ন ডলার চুরি করার জন্য দণ্ডিত করেন আমেরিকান আদালত। তিনি ৮,৫০০ ডলারে SpyEye ভাইরাসের একটি কপি আমেরিকান আন্ডার-কভার অফিসারের কাছে বিক্রি করে তখন হামজা বেনডেল্লাজ প্রথম চিহ্নিত হন। পরে তাকে ২০১৩ ইং সালে থাইল্যান্ডে একটি এয়ারপোর্ট হতে গ্রেফতার হয় এবং মার্কিন প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
বিচারের সময় গুজব ছড়িয়ে পড়ে যে, বেনদেলাজকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যদিও বাস্তবে তেমন কিছু হয়নি। অনেকেই সে গুজবে সুর মিলিয়ে তার মৃত্যুদণ্ডের প্রতিবাদ করতে থাকেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের কারাগারে জেল খাটছেন বেনদেলাজ। তাকে মুক্ত করার জন্য বিভিন্ন হ্যাকার গ্রুপ ও সংগঠন প্রচারণা অব্যাহত রেখেছে।