|
---|
মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: দুবরাজপুর থানার অন্তর্গত লোবা গ্রামের সন্নিকটে অজয় নদীর তীরে আজ বৃহস্পতিবার সকালে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার কয়েকজন৷ পরে পুলিশকে খবর দেওয়া হয়৷ ঘটনার জেরে এলাকায় সাময়িক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে দুবরাজপুর থানার পুলিশ গিয়ে পৌঁছয়৷ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় তারা৷ মৃত ওই যুবকের নাম উৎপল রুইদাস৷ বয়স ২৫ বছর৷ বাড়ি দুবরাজপুর থানা এলাকাতেই৷ কয়েক দিন ধরে ওই যুবক নিখোঁজ ছিলেন৷ বাড়ির লোক দুবরাজপুর থানায় একটি নিখোঁজ ডাইরিও করেন বলে জানা যায়৷ বৃহস্পতিবার সকালে যেখানে মৃতদেহটি পড়ে ছিল সেই জায়গাটি ও সংলগ্ন বিভিন্ন এলাকা আগেও ভালো করে খোঁজাখুঁজি করেছেন বাড়ির লোক ও বাসিন্দারা৷ কিন্তু তাঁর খোঁজ মেলেনি৷ অথচ আজ সকালে দেহটি সেখানে পড়ে থাকতে দেখা যায়৷ অনেকের প্রাথমিক সন্দেহ, তাঁকে অন্যত্র খুন করে এখানে ফেলে রাখা হয়েছে৷ বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ৷ এদিন বিকেল পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ কিম্বা গ্রেফতারের কোনো খবর অবশ্য পাওয়া যায়নি৷ যুবকের মৃত্যুর জেরে তাঁর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া৷ সেইসাথে শোকস্তব্ধ এলাকাবাসী৷ সঠিকভাবে পুলিশি তদন্ত ও ঘটনায় জড়িত দুষ্কৃতীদের যথাযথ শাস্তির দাবিতে সোচ্চার এলাকাবাসী৷