|
---|
তাপস দাস, হুগলী: সারা বাংলায় সুনামের সঙ্গে প্রায় পাঁচ দশক ধরে নাটক অভিনয়ের পাশাপাশি সূবর্ণ জয়ন্তী বর্ষে *হরিপাল আশ্রমিক* আয়োজন করেছিল নাট্য কর্মশালার। গত ১৮ এবং ১৯ শে মে, ২০১৯ হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়ে গেল ২ দিন ব্যাপী এই শিক্ষণ শিবির। বিষয় ছিল – নাটকে নকশা এবং ক্ষেত্র।
বাংলা থিয়েটারের গণনাট্য পরবর্তী ঐতিহ্য ও ইতিহাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা দিয়ে কর্মশালা শুরু হয় বিভিন্ন কাজের মাধ্যমে, যেমন থিয়েটার ইন স্পেস, পিকচার থিয়েটার, কমিউনিকেশন ল্যাঙ্গয়েজ (সংলাপ ও কথোপকথন ব্যাতীত), চরিত্রায়ন, আলো, শব্দ এবং মঞ্চ নিয়ে প্রাথমিক ধারণা এবং দৃশ্যবিন্যাসের সাধারণ উপাদান ও তার ব্যবহারিক প্রয়োগ ইত্যাদি । কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন অশোকনগর নাট্য মুখের পরিচালক ও পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য শ্রী অভি চক্রবর্তী এবং বিশিষ্ট বর্ষীয়ান নাট্য ব্যক্তিত্ব ও পরিচালক শ্রী অশোক রায় ।
হরিপাল আশ্রমিক এর সদস্য সহ বিভিন্ন জেলার মোট ২৪ জন নাট্যকর্মী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। শিবিরে উপস্থিত ছিলেন দলের সভাপতি শ্রী রঘুনাথ চৌধুরী সহ প্রবীণ প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দগণ।
দলের সম্পাদক ভাস্কর দাস জানান সূবর্ণ জয়ন্তী বর্ষে বহু কর্মসূচী র মধ্যে অন্যতম এই কর্মশালার মাধ্যমে আশ্রমিক তথা অন্য জেলার নাট্য কর্মীরাও সমৃদ্ধ হবে -এটাই দলের প্রত্যাশা। কর্মশালা শেষে অংশগ্রহণকারী দের হাতে শংসা পত্র তুলে দেন শ্রী অভি চক্রবর্তী ও শ্রী অশোক রায়।