শোকস্তব্ধ মেদিনীপুর, লতাজির স্মরণে হলো মোমবাতি মিছিল

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর: চলে গেলেন কিংবদন্তি সুর সম্রাজ্ঞী নাইটিঙ্গেল ভারত রত্ন লতা মঙ্গেশকর। রয়ে গেল কালজয়ী অমর সৃষ্টি। মৃত্যুকালে শিল্পীর বয়স হয়ে ছিল ৯২ বছর।

    করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের পর রবিবার সকাল ৮টা ১২ মিনিটে মধ্য মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের চলে যাওয়ায় দেশবাসীর মতো মেদিনীপুরের শিল্পী মহলও শোকস্তব্দ । আপামর শিল্পী ও লতাজির অনুরাগী সকলেই আজ শোকস্তব্দ।

    তাই আজ শিল্প সংস্কৃতির শহর মেদিনীপুরের সমস্ত শিল্পীমহল ও অনুরাগীরা মেদিনীপুর শহরে একটি শোক মিছিলের আয়োজন করেন। এই শোক মিছিলে যোগদান করেন গান, নাচ, আবৃতি,অঙ্কন সহ সমস্ত শিল্পের সাথে যুক্ত মানুষ। এছাড়াও মেদিনীপুরের বব্যবসায়ী মহল, লেখক, শিক্ষক শিক্ষিকা,শরীর চর্চার সাথে যুক্ত, সিনেমা তৈরির সাথে যুক্ত অগণিত মানুষ।

    এদিন বিকেলে মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয় সভাগৃহ থেকে মিছিল শুরু হয়ে কালেকটরেট মোড়, গান্ধী মোড়কে ছুঁয়ে সোজা মেদিনীপুর কলেজ এর সামনে হয়ে আবার রবীন্দ্র নিলয়ে এসে শেষ হয়। মিছিল শুরুর আগে লতাজির ছবিতে মাল্য দান ও পুষ্প প্রদান করা হয়। এছাড়াও শিল্পী কে শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এদিন শিল্পীর প্রত্যেক অনুরাগী মোমবাতি জ্বালিয়ে শৃঙ্খলার সাথে মিছিলে অংশ গ্রহণ করেন। মিছিল শেষে মোমবাতি জ্বালিয়ে ও সংগীত পরিবেশন করে প্ৰিয় শিল্পী কে শেষ শ্রদ্ধাঞ্জলি জানান তার অনুরাগীবৃন্দ।