|
---|
সেখ সামসুদ্দিন : পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে মেমারি থানার পুলিশ প্রশাসন ১৪ জনের একটি মেডিকেল পরিষেবা টিম গঠন করল। লকডাউনে বাড়িতে থাকা বৃদ্ধ, বৃদ্ধা, মহিলা, প্রতিবন্ধী সহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় ঔষধ বাড়িতে পৌঁছে দিতে টিম গঠন করলেন ওসি সুদীপ্ত মুখার্জি । ১৪ জন টিম সদস্যের মাথায় আছেন এএসআই শান্তনু বন্দ্যোপাধ্যয়। এছাড়াও হোমগার্ড, ভিপি, সিভিক পুলিশ সদস্যগণ। প্রত্যেকের হোয়াটসঅ্যাপ নম্বর সহ তালিকা দিয়ে প্রচার করা হয় যা নিম্নে দেওয়া হল।
এ এস আই শান্তনু রায় চৌধুরী -9434670229, কন্সটেবল উত্তম দত্ত -9735959864, হোমগার্ড সঞ্জীব মন্ডল -7001305094, ভিপি হিল্লোল কুমার মল্লিক -9563903707, সিভিএফ সমূহ হলেন ভুবন মোহন দে -8609407103, সৌমেন দাস -9732131462 (ওয়ার্ড ৭ ও ১০), অভিজিৎ নন্দী -8926418528 (ওয়ার্ড ৮ ও ১০), সেখ সাজাহান -8478932443 (ওয়ার্ড ৩ ও ৪), গোপাল মান্ডি -7699941200 (ওয়ার্ড ১৫ ও ১৬), কৃষ্ণ মল্লিক -9932194490 (ওয়ার্ড ১১ ও ১৩), উত্তম রজক -8001666654 (ওয়ার্ড ৫ ও ৬), নেতাই প্রসাদ হাজরা -9733752973 (ওয়ার্ড ১৪ ও ১২), সেখ সাইফুল ইসলাম মল্লিক -9681800410 (ওয়ার্ড ৯ ও ১১) এবং রাজ কুমার মান্না -8609416292 (ওয়ার্ড ১ ও ২)।
যোগাযোগ নম্বরগুলি সব হোয়াটসঅ্যাপ নম্বর। মেমারি পুরসভা এলাকার জন্য ওয়ার্ডভিত্তিক দায়িত্ব যাদের আছে উল্লেখ করা হয়েছে। সুতরাং অসহায়দের ঔষধের জন্য বাইরে বের হতে হবে না। হোয়াটসঅ্যাপে প্রসক্রিপসন পাঠালেই ঔষধ পুলিশ কর্মীরা বাড়িতে পৌঁছে দেবেন। সুতরাং লকডাউন মেনে বাড়িতে থাকতে ও সরকারি নির্দেশ মেনে চলতে আবেদন জানানো হয়।