|
---|
শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেনের আহবানে রঘুনাথগঞ্জ থানা এলাকায় বিশিষ্ট ৪৮ জন ছোট-বড় শিল্পপতিরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রায় ৪ লক্ষ ৭ হাজার টাকা তুলে দিলেন
এস ইসলাম, নতুন গতি, মুর্শিদাবাদ:
ভারতবর্ষে মহামারী করোনা ভাইরাসের জেরে সারাদেশে লকডাউন হয়েছে। লকডাউনের ফলে ভারতবর্ষে করুন পরিস্থিতি মধ্যে দুস্থ দরিদ্র ও মধ্যবিত্ত পরিবাররা।তাই পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেনের আহবানে রঘুনাথগঞ্জ থানা এলাকায় বিশিষ্ট ৪৮ জন ছোট-বড় শিল্পপতিরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রায় ৪ লক্ষ ৭ হাজার টাকা দান করলেন এবং এক শিল্পপতি বললেন এরকম করুন পরিস্থিতি ফলে হাহাকার তৈরি হয়েছে সারাদেশে তাই মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে বা ছোটখাটো সহযোগিতায় যেন এগিয়ে আসেন সকলেই।
অন্য দিকে মন্ত্রী জাকির হোসেন অসহায় মানুষের পাশে সব সময় হাজির হচ্ছেন কখনো খাবার কখনো আর্থিক সহায়তা করছেন,তিনি বলেন এখন মানুষের পাশে দাঁড়ানো টায় মূল কাজ বলে মনে করি।