|
---|
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রাক্তন মুখপাত্র মিডিয়ার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করলেন
নতুন গতি ওয়েব ডেস্ক: এবার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রাক্তন মুখপাত্র মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানি মিডিয়ার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করলেন। বিভিন্ন সংবাদে ও ভিডিয়োতে তবলিগি জামাত সম্পর্কিত খবরে তবলিগ জামাতের প্রধান হিসাবে মাওলানা সাজ্জাদ নোমানির ছবি তুলে ধরায় তিনি আইপিসি ৪৯৯ ধারায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছেন। বিশেষ করে ভিডিয়োতে তবলিগি প্রধান হিসেবে মাওলানা সাদের ছবির পরিবর্তে মাওলানা সাজ্জাত নোমানির ছবি প্রকাশ করায় ইচ্ছাকৃতভাবে তাকে সম্মান হানি করা হয়েছে বলে অভিযোগ করেন। এছাড়া, ভুল রিপোর্টিং করারও অভিযোগ দায়ের করেন,মাওলানা সাজ্জাদ নোমানি বলেন, তিনি কোনওভাবেই নিজামুদ্দিনের তবলিগি মার্কাজের সঙ্গে যুক্ত নন। মামলা দায়ের করে মাওলানা সাজ্জাত নোমানির পক্ষ থেকে বলা হয়, তার সম্মান হানি হওয়ায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়অর সঙ্গে সঙ্গে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে,উল্লেখ্য, দিল্লির নিজামুদ্দিন মার্কাজ থেকে তবলিগি জামাতের কর্মীদের থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ ওঠে।