প্রয়াত বিধায়ক রামপ্রবেশ মন্ডলের ছিল স্মরণ সভা

নিজস্ব সংবাদদাতা, মোথাবাড়ি

    মালদা ‌শহরে চাঁই ভবনের স্বপ্ন দেখেছিলেন প্রয়াত বিধায়ক রামপ্রবেশ মন্ডল। তিনি ছিলেন চাঁই সমাজের পথ প্রদর্শক। চাঁইদের সুরক্ষা, অধিকার নিয়ে বিধানসভায় সরব হয়েছিলেন তিনি। তাঁকে সম্মান দিয়ে চাঁই ভবন হতে চলেছে শহরে। এমনই এক প্রস্তাব বাস্তবায়নের কথা জানালেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল। এদিন প্রয়াত বিধায়ক রামপ্রবেশ মন্ডলের ছিল স্মরণ সভা। শহরের উপকন্ঠে 420 মোড়ের কাছে গয়েশপুরে এই সভায় চাঁই ভবন নিয়ে বলতে গিয়ে সভাধিপতি বলেন,‘‌শহরে আমরা জায়গার খোঁজে আছি। পেলেই ভবন নির্মাণের কাজ শুরু হয়ে যাবে।

    প্রয়াত বিধায়কের ছেলে বিশ্বজিৎ মন্ডল রয়েছে, তিনি বাবার অসম্পূর্ণ কাজ শেষ করার জন্য এগিয়ে এসেছেন।’‌ অখিল ভারতীয় চাঁই সমাজ কল্যাণ পরিষদ রবিবার স্মরণ সভার আয়োজন করেন। সভাধিপতি ছাড়াও ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সেলের সভাপতি আইনুল সেখ, কাউন্সিলর শুভময় বসু, আয়োজক সংস্থার সর্ব ভারতীয় সভাপতি বিজয়কুমার সরকার, সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র মন্ডল, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল, সাংবাদিক রেজাউল করিম, তনয় মিশ্র সহ বিভিন্ন স্তরের মানুষ ভাষন দেন । সংস্থার পক্ষ থেকে এই প্রথম ‘‌চাঁইরত্ম’‌ সম্মান দেওয়া হল প্রয়াত বিধায়ক রামপ্রবেশ মন্ডলকে। ছিলেন তাঁর স্ত্রী দুর্গা মন্ডল, ছেলে বিশ্বজিৎ মন্ডল-‌সহ অন্যরা।

    এদিন সর্ব ভারতীয় সভাপতি বিজয়কুমার সরকার বলেন,‘‌প্রয়াত রামপ্রবেশ মন্ডল ছিলেন চাঁই সমাজের পথ প্রদর্শক।জেলা পরিষদের সভাধিপতি গৌড় মন্ডল বলেন, রামপ্রবেশ মণ্ডল চাঁই সমাজের জন্য সংরক্ষণের ব্যাপারে বিধানসভায় সওয়াল করেন, এবং সংরক্ষণের দাবি আদায় করে ছাড়েন তিনি। চাঁই সমাজের আরো উন্নয়নের ব্যাপারে সদর্থক ভূমিকা নেন রামপ্রবেশ মণ্ডল ।’‌ তিনি আরও জানান,‘‌আমাদের সার্বিক বিকাশের ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে হিংসা বর্জন করতে হবে। ভালবাসা নিয়ে উন্নয়নে ঝাঁপিয়ে পড়তে হবে। সকলকে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষার মাধ্যমে সমাজ, জাতি ও দেশ এগোতে পারে ।গত বছরের ২৩ জুন ৬৮ বছর বয়সে মারা যান প্রাক্তন বিধায়ক – শিক্ষক – জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের প্রাক্তন সভাপতি রামপ্রবেশ মন্ডল। তার পুত্র বিশ্বজিত মন্ডল আগামীতে বাবার আদর্শে নতুন দিশা দেখাবে আশা প্রকাশ করেন সভাধিপতি । জাতি ধর্ম বর্ণ দল নির্বিশেষে মালদার মানুষের কাছে জনপ্রিয় ছিলেন । এদিন তাঁকে স্মরণ করে বিভিন্ন জনের লেখা সম্মিলিত একটি স্মরণিকা প্রকাশ করা হয় । উপস্থিত ছিলেন প্রয়াত রামপ্রবেশ মণ্ডল এর স্ত্রী দুর্গা মন্ডল সহ পরিবারের সদস্যরা । পুত্র বিশ্বজিত মন্ডল বলেন, সকলের মঙ্গলের জন্যে কাজ করেছেন । আমি বাবার দেখানো পথে পথ চলতে সচেষ্ট রয়েছি । এদিন বিশ্বজিত মন্ডলকে সংগঠনের কার্যকরী সভাপতি পদে নিয়োজিত করেন উদ্যোগতারা । রামপ্রবেশ মণ্ডলকে উদাহরণ হিসেবে তুলে ধরে মানুষ কর্মের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবে সেকথা বার বার ওঠে আসে অতিথিদের ভাষণে ।