|
---|
সংবাদদাতাঃ আজ শেষ হল মেমারি চলচ্চিত্র উৎসব। মেমারি বিদ্যাসাগর বিদ্যামন্দির ইউনিট ওয়ানে অনুষ্ঠিত এই উৎসবে ALOOF. ভালবাসার শহর, দূরবীন, কৃষ্ণকলি, আবার যদি ইচ্ছা কর, after asifa প্রভৃতি ছবি দেখানো হয়। প্রতিটি ছবিতে দর্শকদের একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। after asifa ছবি মানুষকে আবেগ বিহ্বল করে তোলে। দর্শক সংখ্যা ছিল চোখে পড়ার মতো।