স্বামীকে গুলি করে খুন কাণ্ডের পেছনে স্ত্রীর পরকীয়া সম্পর্ক

রাজু আনসারী, সুতি : প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্বামীকে গুলি করে খুন কাণ্ডের পেছনে স্ত্রীর পরকীয়া সম্পর্ক! স্ত্রীর অবৈধ সম্পর্ক জানাজানি হতেই সুপারি কিলার দিয়ে খুন স্বামীকে! মৃতের নাম প্রবীর দাস (৪২)। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার জগতাই-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হাপানিয়া। ঘটনায় গ্রেপ্তার করা হয় তিন অভিযুক্তকে। বুধবার সুতি থানা প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায়। সেখানেই রহস্য উদঘাটন করে পরকীয়া প্রেমের বিষয়টি জানান তিনি। যদিও তদন্তের স্বার্থে নাম পরিচয় গোপন রেখেছে জেলা পুলিশ। উল্লেখ করা যেতে পারে, মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের সুতি থানার জগতাই-২ পঞ্চায়েতের হাপানিয়া এলাকায় প্রবীর দাস নামে এক প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্বামীকে গুলি করে খুন করা হয়। গ্রামীন এলাকার মধ্যে এভাবে গুলি করে খুন কাণ্ডের পর কার্যত হইচই সৃষ্টি হয় এলাকাজুড়ে। গুলি কাণ্ডের খবর পেয়ে রাতেই সুতির হাপানিয়া এলাকায় পৌঁছান  ফরাক্কার এসডিপিও রাসপ্রীত সিং সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। শুরু হয় তদন্ত। রাতেই গ্রেপ্তার করা হয় তিনজনকে। বেড়িয়ে আসে আসল রহস্য। স্ত্রীর পরকীয়া সম্পর্ক এর বিষয়টি জানাজানি হতেই পরিকল্পনা করে প্রবীর দাসকে গুলি করে খুন করা হয়েছে বলেই তদন্তে জানতে পারে পুলিশ। বুধবার সুতি থানা প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলনে কি জানিয়েছেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায়?