কেরলের তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হলো জলে ডোবা প্রতিরোধে সেমিনার

বাবলু হাসান লস্কর : ভারত সরকারের উদ্যোগে বিশ্ব জলে ডোবা প্রতিরোধে বিশ্ব সাস্থ্য সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত হল ভারতের প্রথম জলে ডোবা প্রতিরোধ সংক্রান্ত আলোচনা চক্র। সারা ভারতবর্ষের প্রত্যেকটি প্রদেশ থেকে শতাধিক স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর এবং ভারতের প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ থেকে সুজয় রায়। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করেন তিনি। গাঙ্গেয় সুন্দরবন এলাকায় জলে ডুবে মৃত্যু এড়াতে যে সমস্ত কর্মীরা পরিশ্রম করে চলেছে। তাদের সহায়তায় এমনই কর্মকাণ্ড সফলকাম হওয়ার লক্ষ অর্জনের পথে। এবং যে সমস্ত সুন্দরবন টিম যে কাজগুলো করছে সেগুলো সবার সামনে তুলে ধরা হয়। ভারত সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফে ডাইরেক্টর জেনারেল হেলথ সার্ভিস তুলে ধরেন তাদের আগামী দিনের কর্মপন্থা কি হতে চলেছে তার রূপরেখা. এ বিষয়ে কেরালা বেশ খানিকটা এগিয়ে গেছে এবং তারা নিজেদের জলে ডোবা প্রতিরোধ সংক্রান্ত একটি দপ্তর ও তৈরি করে ফেলেছে. সম্পূর্ণ প্রতিনিধিদলকে কেরালা সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ঘুরে দেখানো হয় কেরালার জলে ডোবা এবং দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ গুলি করে দেখানো হয়।