|
---|
নতুন গতি প্রতিবেদক: রাহুল গান্ধির গোটা জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত, দাবি তুলল বিজেপি।রাফাল সংক্রান্ত মন্তব্যে সুপ্রিম কোর্ট তাকে সতর্ক করে রেহাই দেওয়ার পরেই ওই মন্তব্য এল দেশের শাসক দলের পক্ষ থেকে। রাফাল চুক্তির বিষয়ে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে অবমাননাকর মন্তব্য করেছেন রাহুল গান্ধি তাতে শুধু প্রধানমন্ত্রী বা সুপ্রিম কোর্টের কাছেই নয়, তাঁর দেশের প্রতিটি জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত, এমনটাই দাবি বিজেপির। সুপ্রিম কোর্টের কাছে ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়, স্পষ্ট জানালেন বিজেপির নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
এদিকে সুপ্রিম কোর্ট রাফাল যুদ্ধ বিমান কেনার বিষয়ে করা চুক্তিতে কেন্দ্রীয় সরকারকে ক্লিন চিট দিয়েছে। পাশাপাশি শীর্ষ আদালতের দেওয়া আগের সিদ্ধান্তের পর্যালোচনা করার আবেদনও খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
রাহুল গান্ধি রাফাল মামলার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে ‘চৌকিদার চোর হ্যায়’ এমন স্লোগান তোলেন। দেশের বহু মানুষ সেটা ব্যবহার করেছেন। এরপরে আদালতে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। এরপরে যদিও ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নিঃশর্ত ক্ষমাও চেয়েছিলেন তিনি।