|
---|
নতুন গতি নিউজ ডেস্ক:ভারত বিরোধী স্লোগান এবং দিল্লী দাঙ্গার সাথে যুক্ত থাকার অভিযোগে অসমের গোয়াহাটি জেলে সাজা কাটা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শারজিল ইমাম (Sharjeel Imam) করোনায় আক্রান্ত। আগামী ২৫ জুলাই শারজিলকে শুনানির জন্য দিল্লীর আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু তাঁর রিপোর্ট পজেটিভ আসার কারণে এবার আর তাঁকে দিল্লী আনা সম্ভব না।
এর আগে ১০ই জুলাই দেশদ্রোহীর মামলায় জেলে বন্দি শারজিল ইমামকে আদালত জামিন দেবে না বলে জানিয়ে দিয়েছিল। উল্লেখ্য, শারজিল ইমাম ২৫ এপ্রিল সাকেত আদালত দ্বারা দেওয়ার রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিল, যেখানে দিল্লী পুলিশকে বেআইনী কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে দায়ের করা মামলায় তদন্ত শেষ করতে ৯০ দিনের নির্ধারিত সীমা ছাড়িয়ে অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল।
এর আগে দিল্লী পুলিশ দিল্লী হাইকোর্টে হলফনামা দাখিল করে বলেছিল যে, শারজিল ইমামের বিরুদ্ধে তদন্তের জন্য আরও সময়ের দরকার। এই কাজের জন্য হোয়াটসঅ্যাপ আর টেকনিক্যাল কলের মাধ্যমে সাহায্য নেওয়া হচ্ছে। তদন্তকারী সংস্থা করোনার জন্য জারি লকডাউনের ফলে শারজিল ইমামের সাথে হোয়াটসঅয়াপ আর টেকনিক্যাল কলের মাধ্যমে সম্পর্ক করছে।