দশম শ্রেণির পড়ুয়াকে রাস্তায় পিটিয়ে খুন করেছে তার একদল সহপাঠী

নিজস্ব সংবাদদাতা : দশম শ্রেণির এক পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে।পরিবারের অভিযোগ, মৃত পড়ুয়াকে রাস্তায় পিটিয়ে খুন করেছে তার একদল সহপাঠী। স্কুলের মধ্যে বচসাকে কেন্দ্র করে পড়ুয়ার উপর হামলা করে অভিযুক্ত সহপাঠীরা।

     

    পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে সোমবার। স্কুল থেকে বোনকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিল ওই পড়ুয়া। তখনই ওই পড়ুয়া ও তার বোনকে অভিযুক্ত সহপাঠীরা কটুক্তি করে বলে অভিযোগ। তার প্রতিবাদ করে পড়ুয়া। তারপর তার উপর হামলা চালায় ভিন ধর্মের সহপাঠীরা। বেধড়ক মারে তাকে। হাসপাতালে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হলেও, চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার।

     

    পুলিশ জানিয়েছে, ওইদিন স্কুলেই ঝামেলা হয় তাদের মধ্যে। কিন্তু শিক্ষকরা সেই ঝামেলা মিটিয়ে ক্লাস করান।

     

    পরিবারের তরফে এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়। মঙ্গলবার ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্র মৃত্যুর পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সমস্ত রাস্তা আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বন্ধ রাখা হয় এলাকার সব দোকানপাট। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত না করায় দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে ইতিমধ্যেই।