ব্রিটেনে নতুন করে ব্যাপক করোনা প্রকোপে বাড়ল মৃত্যু! উদ্বিগ্ন ভারতও বৈঠকে বসছে আজ

ব্রিটেনে নতুন করে ব্যাপক করোনা প্রকোপে বাড়ল মৃত্যু! উদ্বিগ্ন ভারতও বৈঠকে বসছে আজ

     

    নতুন গতি ওয়েব ডেস্ক : ব্রিটেনে নতুন করে ব্যাপক করোনা প্রকোপে বাড়ল মৃত্যু। নতুন স্ট্রেন যে ভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাতে আবার লকডাউন শুরু হতে পারে ব্রিটেনে। ক্রমশই হাতের বাইরে চলে যাচ্ছে করোনা‌ সংক্রমণ। ইতিমধ্যেই লন্ডনে ঘরে থাকার নির্দেশিকা জারি হয়েছে।

    স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ জায়গায় পৌঁছছে। হঠাৎ করে করোনা বৃদ্ধিতে মাথায় হাত পড়েছে ব্রিটেনে। সার্স কোভিড টু-ই এক নতুন জিন গঠন নিয়ে জেটগতিতে ছড়িয়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

    ক্রিসমাসের আগে নতুন কোভিড এর ভয়ে অস্ট্রিয়া, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ড যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ব্রিটেনের সঙ্গে। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন ভারতও। আজ সোমবার তড়িঘড়ি জয়েন্ট মনিটারিং গ্রুপের বৈঠক ডাকল স্বাস্থ্যমন্ত্রক।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভারতে নিযুক্ত প্রতিনিধি, এই দলের সদস্য ডক্টর রডরিকে এইচ অফরিনও এই বৈঠকে থাকতে পারেন। এই বৈঠকে আলোচনা হবে এই নতুন পরিস্থিতি মোকাবিলার জন্য ভারত কতটা প্রস্তুত, আগাম কী কী প্রস্তুতি নেওয়া উচিত কোনও দুর্ঘটনা এড়াতে, সে বিষয়ে ।