উত্তরপ্রদেশে দুই মেয়ের সামনে গুলি করে সাংবাদিককে হত্যা করল দুষ্কৃতীরা

নতুন গতি নিউজ ডেস্ক:যোগীরাজ্যে গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু। সোমবার রাতে গাজিয়াবাদের বিজয়নগরে বাড়ির কাছেই মোটরবাইক থামিয়ে, দুই মেয়ের সামনে সাংবাদিক বিক্রম যোশীকে গুলি করে দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর, বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, সম্প্রতি ভাইঝিকে উত্যক্ত করার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান ওই সাংবাদিক। পরিবারের অভিযোগ, ঘটনায় অভিযুক্তদের পুলিশ গ্রেফতার না করায়, ওই দুষ্কৃতীরাই পরে হামলা চালায়।

    কিছুদিন আগেই 9 জন পুলিশ কর্মীকে গুলি করে হত্যা করেছিল গ্যাংস্টার বিকাশ দূরে তার দুদিন পরে সেই বিকাশ দুবে কে এনকাউন্টার করে পুলিশ কানপুরের এই ঘটনার পরে উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক হইচই সৃষ্টি হয় দীর্ঘদিন বিরোধীরা প্রশ্ন তুলছে।ধর্ষণ-খুন অপহরণ লিঞ্চিং সাম্প্রদায়িক দাঙ্গা উত্তরপ্রদেশের নিত্যনৈমিত্তিক ঘটনা সেখানকার মুখ্যমন্ত্রীর দাবি রাজ্য সবকিছু ভালই চলছে কিন্তু বাস্তবে চিত্রটা একেবারেই আলাদা। গতবছর উন্নাওয়ের ধর্ষণকাণ্ডে জড়িত কুলদীপ সিং এর বিরুদ্ধে ধর্ষিতার বাবা এবং ভাইকে হত্যার অভিযোগ ওঠে। এখন দেখার যোগী প্রশাসন এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে।