|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ফের জঙ্গি হামলা কাশ্মীরে। শনিবার রাতে বুদগাম জেলায় এক এসপিও ইশফিক আহমেদ দার ও তাঁর ভাই উমর আহমেদ দারের উপর গুলি চালায় জঙ্গিরা।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, ইশফিককে মৃত বলে ঘোষণা করেন এসকেআইএমএস বেমিনা শ্রীনগর হাসপাতালের ডাক্তাররা। উমরের অবস্থা সংকটজনক। পুলিশ ইতিমধ্যেই একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে কাশ্মীর পুলিশ কড়া বার্তা দিয়েছেন জঙ্গিদের আশ্রয়কারীদের ও মদৎকারীদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।