দখলদারদের হাতে সরকারি জায়গা, সামান্য বৃষ্টিতেই হাঁটু জল নয়াগ্রামে

নতুন গতি নিউজ ডেস্ক:একদিকে করোনা ভাইরাসের প্রকোপ অন্যদিকে আকাশ থেকে অনবরত বৃষ্টি চলছে।বাংলার বহু জায়গায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মুর্শিদাবাদ জেলার সুতি-১ ব্লকের হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে ছোট্ট একটি গ্রাম। প্রায় দু বছর ধরে নিকাশি ব্যবস্থা না থাকার জন্য নয়াগ্রাম বাসীর নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই হাঁটু জল দাঁড়িয়ে যাচ্ছে নয়াগ্রামে। স্থানীয় এক ব্যক্তি জানান আগে নয়াগ্রামের জাকির মাস্টারের বাড়ি থেকে খাশপাড়া পর্যন্ত রাস্তার ধার দিয়ে লম্বা একটা সরকারি জায়গা ছিল সেই জায়গা দিয়ে গ্রামের জল নিকাশি হত কিন্তু বর্তমানে কিছু অসৎ ব্যক্তি সেই সমস্ত সরকারি জায়গা গুলোতে মাটি ভরে দখল নিয়ে রেখে দিয়েছে যার ফলে গ্রামের জল বার হতে পারছেনা।দীর্ঘদিন এভাবেই রাস্তার উপরে জল জমে থাকার ফলে স্কুল ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। আমাদের গ্রামের স্কুল ও বেসরকারি ডি.এড কলেজ বর্তমান শিক্ষক থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরাও ভোগান্তির শিকার হচ্ছে।

    গ্রামেই রয়েছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানেও এক হাঁটু জল অনেক গর্ভবতী মহিলা থেকে শুরু করে বাচ্চাদের টিকাকরন করাতে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হয় চরম ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মহিলাদের। পরে জল কমে যাওয়ার পর আবর্জনা জমে নানা রকমের রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে এই গ্রামে। দীর্ঘদিন ধরে প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা মিলেনি। বাংলা সংস্কৃতি মঞ্চ নামক একটি সংগঠনের তরফ থেকে ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জেলা স্তরের সমস্ত আধিকারিকদের সমস্যার কথা জানানো হয়েছে। জঙ্গিপুরের বিধায়ক খলিলুর রহমান জানান আমরা খবর পেয়েছি নয়াগ্রামের নিকাশি নালার অসুবিধা রয়েছে। সেখানকার ব্লক প্রশাসনকে জানানো হয়েছে খুব শীঘ্রই কাজ শুরু হবে।