“সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠন”- এর ৪র্থ তম বর্ষপূর্তিতে স্বেচ্ছায় রক্তদান শিবির

নতুন গতি  : মুর্শিদাবাদের সাগরদিঘী এস. এন. হাই স্কুল ময়দানে “সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠন”- এর ৪র্থ তম বর্ষপূর্তি উপলক্ষে সকল সদস্যদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, ১০০ জন আদিবাসী বাচ্চাকে দুপুরের খাবার ও নতুন পোশাক বিতরণ, বিনামুল্যে থ‍্যালাসেমিয়া পরিক্ষা ও রক্তদাতাদের সংবর্ধনা । এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয় । এদিনের অনুষ্ঠান সূচী উদ্বোধনী সংগীত এবং নৃত্য এর মাধ্যমে শুরু হয় ।

    এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , সাগরদিঘী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুরজীৎ চ‍্যাটার্জি , সাগরদিঘী থানার ওসি সুমিত বিশ্বাস , ব্লক স্বাস্থ্য আধিকারিক  এম. এ. সামিম , সাগরদিঘী এডিএ দেবডালি চৌধুরী , ডক্টর মনিশা আরাধকার, সমাজসেবী পরিতোষ বন্দ্যোপাধ্যায় , সমাজসেবী রাজেশ পলিত প্রমুখ ।

    সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠন এর পরিচালক রাফসান ইসলাম জানান , আজকে আমাদের সংগঠন এর ৪র্থ তম বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান , থ্যালাসেমিয়া শিবির ও সংবর্ধনা অনুষ্ঠান করলাম। এবং এইদিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে সাধারণ মানুষের জন্য আরও এগিয়ে যেতে হবে। বিগত দিনে যতটুকু সম্ভব আমরা সকল সদস্য মিলে অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছি আগামীতেও আমরা ওইসব মানুষদের পাশে থাকব ।