বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মানবিক প্রয়াস

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মানবিক প্রয়াস

     

    নতুন গতি ওয়েব ডেস্ক:
    করোনা পরিস্থিতিতে লকডাউনের সংকটকালে বিভাগের গবেষক-গবেষিকাদের আর্থিক অনুদান নিয়ে লকডাউনের ফলে কর্মহীন, বিপন্ন এবং আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ । রবিবার সকালে বাংলা বিভাগের প্রাক্তনী ,গবেষক- গবেষিকাদের পক্ষ থেকে মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত ধেড়ুয়া ১ নম্বর অঞ্চলের মালবান্দি মৌজার আদিবাসী- কুড়মি অধ্যুষিত প্রান্তিক গ্রাম কুকুরমুড়ি এলাকার বাসিন্দাদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয় । ত্রাণ সামগ্রী হিসাবে গ্রামের প্রান্তিক ১৪০ টি পরিবারের হাতে আলু, পেঁয়াজ, মুসুর ডাল, সরিষা তেলের প্যাকেট, হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, সাবান, সোয়াবিন, মুড়ি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া হয় । স্থানীয় কুকুরমুড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের গবেষক-গবেষিকাদের পক্ষে উপস্থিত ছিলেন ড: অভিষেক রায়,ড: রমেশ সরেন,ড: নরেন হালদার, শোভন ঘোষ, অভি কোলে, অরূপ সিং প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কুকুরমুড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তথা বাংলা বিভাগের শুভাকাঙ্ক্ষী উদয় বেরা । গুড়গুড়িপাল থানার পক্ষে পুলিশকর্মী সনাতন মাহাতোর তত্ত্বাবধানে সামাজিক দূরত্ব বজায় রেখেই এই কর্মসূচি সম্পন্ন হয় । কর্মসূচি সুষ্ঠুভাবে রূপায়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, গুড়গুড়িপাল থানা, মেদিনীপুর সদর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতিকে বাংলা বিভাগের গবেষকবৃন্দের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় । গবেষকদের পক্ষে শোভন ঘোষ ,অভি কোলেদের মতে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের গবেষকরা স্বতঃস্ফূর্ত ভাবে উদ্যোগী হয়ে এই সংকটময় পরিস্থিতিতে কর্মহীন, দরিদ্র,অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি । আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কিছুটা হলেও মানুষের কাজে লাগলে আমরা খুশি হবো । সবার সহযোগিতা নিয়ে আমরা আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষের পাশে ত্রাণ পৌঁছে দেবার চেষ্টা করব ।